ETV Bharat / jagte-raho

জঙ্গলে টেনে নিয়ে গিয়ে আদিবাসী মহিলাকে গণধর্ষণ , অভিযুক্ত 5

author img

By

Published : Aug 23, 2020, 12:29 PM IST

বীরভূমের মহম্মদবাজার থানার বোরাবাঁধ গ্রামের বাসিন্দা ওই আদিবাসী মহিলা । 18 অগাস্ট রাতে এক পরিচিতের সঙ্গে বাইকে ফিরছিলেন । সেই সময় তাঁকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ।

rape
rape

মহম্মদবাজার, 23 অগাস্ট : বীরভূমে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণ । অভিযোগ, রাতে বাড়ি ফেরার সময়ে জোর করে জঙ্গলে টেনে নিয়ে যায় পাঁচ জন । তারপর তাঁকে ধর্ষণ করা হয়, জানিয়েছে পুলিশ । অভিযুক্ত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে । তিনজন পলাতক । সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা ।

বীরভূমের মহম্মদবাজার থানার বোরাবাঁধ গ্রামের বাসিন্দা ওই আদিবাসী মহিলা । তাঁর স্বামীর আগেই মৃত্যু হয়েছে । 18 অগাস্ট রাতে এক পরিচিতের সঙ্গে বাইকে ফিরছিলেন । গ্রামের বাইরে জঙ্গলে ওই গ্রামেরই পাঁচ যুবক তাঁদের রাস্তা আটকায় বলে অভিযোগ । পাঁচজনই মত্ত অবস্থায় ছিল । এরপরেই তাঁকে জোর করে জঙ্গলে ধরে নিয়ে যায় ওই পাঁচজন ।

ওই মহিলার দাবি, জঙ্গলে পাঁচজন মিলে তাঁকে গণধর্ষণ করে । গতকাল থানায় ওউপাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয় । মহম্মদবাজার থানার পুলিশ গ্রাম থেকে দুইজনকে গ্রেপ্তার করে । বাকি তিনজন পলাতক । পুলিশ তাদের খোঁজ করছে । সম্পূর্ণ ঘটনার প্রেক্ষিতে তদন্ত করছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, 18 অগাস্টের রাতে স্থানীয়রা ওই মহিলাকে আহত অবস্থায় উদ্ধার করেন । তাঁকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরিচিত যাঁর সঙ্গে ওই মহিলা ফিরছিলেন, ঘটনার পাঁচ দিন পরও তাঁর কোনও খোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.