ETV Bharat / jagte-raho

প্রবীণকে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

author img

By

Published : Nov 9, 2019, 10:53 PM IST

নদীয়ার শান্তিপুরের হরিপুর পঞ্চায়েত- এ এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল তাঁর ভাইয়ের বিরুদ্ধে । অভিযুক্ত ফেরার । পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন ।

প্রতীকী ছবি

নদিয়া, 9 নভেম্বর : জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে । মৃত ব্যক্তির নাম ধীরেন সর্দার (৬২) । ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক । তদন্ত শুরু করেছে পুলিশ । শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের নৃসিংহপুর এলাকায় । শনিবার সকালে দেহ উদ্ধার করে পুলিশ ।

শান্তিপুরের হরিপুর পঞ্চায়েত- এর নৃসিংহপুর এলাকার বাসিন্দা ধীরেন সর্দার পেশায় চাষি । শুক্রবার দুপুরে গরু নিয়ে চাষের কাজে গিয়েছিলেন ।অভিযোগ, সন্ধ্যার পর মাঠ থেকে গরু বাড়ি ফিরে এলেও ফেরেননি ধীরেনবাবু । রাত পর্যন্ত বাড়ি না ফেরায় বাবাকে খুঁজতে বের হন ছেলে ও তাঁর বন্ধুরা । প্রাকৃতিক দুর্যোগে ও মুষলধারে বৃষ্টির মধ্যে,রাতভর খোঁজ চালানোর পরেও বাবাকে খুঁজে পাননি তাঁরা। শনিবার সকালে নৃসিংহপুরের জামতলা এলাকায় একটি নর্দমার মধ্যে ধীরেনের দেহ পায় পরিবার । শান্তিপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে ধীরেনের সঙ্গে বিবাদ চলছিল তাঁর ভাই গণেশের । এর আগেও ধীরেনের ওপর হামলা চালিয়েছিল গণেশ । জমি সংক্রান্ত বিবাদের জন্য গণেশই খুন করেছে ধীরেনকে বলে দাবি পরিবারের । পুলিশ গণেশকে খুঁজে পায়নি। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Intro:জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে দাদাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো ভাইয়ের বিরুদ্ধে।মৃত ব্যক্তির নাম ধীরেন সর্দার(৬২)।শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরে নৃসিংহপুরে।শনিবার সকালে তার দেহ উদ্ধার করে পুলিশ।সূত্রের খবর,নদীয়ার শান্তিপুরের হরিপুর পঞ্চায়েত এর নৃসিংহপুর এর বাসিন্দা পেশায় চাষী ধীরেন সর্দার শুক্রবার দুফুরে গরু নিয়ে চাষের কাজে গিয়েছিলেন।অভিযোগ,সন্ধ্যার পর মাঠ থেকে গরু বাড়ী ফিরে এলেও বাড়ী ফেরেননি ধীরেন বাবু।এর পর রাত পর্যন্ত বাড়ী না ফেরায় বৃষ্টির মধ্যেই বাবাকে খুঁজতে বেরণ তার ছেলে ও তার বন্ধুরা।অভিযোগ,রাতভর খোঁজ চালানোর পর শনিবার সকালে নৃসিংহপুরের জামতলা এলাকায় একটি নালার মধ্যে ধীরেন বাবুর দেহের সন্ধান পায় পরিবার।পরে শান্তিপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।মৃতের পরিবারের অভিযোগ,জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবৎ ধীরেন বাবুর সাথে বিবাদ চলছিল তার ভাই গণেশ সর্দারের।অভিযোগ,এর আগেও ধীরেন সর্দারের ওপর হামলা চালিয়েছিল গণেশ।পরিবারের অভিযোগ,জমি সংক্রান্ত বিবাদের জন্যই ধীরেন সর্দারকে কুপিয়ে খুন করেছে ভাই গণেশ সর্দার।ঘটনায় শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে,ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।Body:SANTIPUR MARDARConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.