ETV Bharat / jagte-raho

ক্যালিফোর্নিয়াবাসী অমিত-শিল্পার ছবি ঘুরছে কাঁকুড়গাছি খুনে ! অস্বস্তিতে জীবিত দম্পতি

author img

By

Published : Jun 23, 2020, 6:28 PM IST

বেঙ্গালুরুতে থাকা অমিত আগরওয়াল তার স্ত্রী ও শাশুড়িকে খুন করে সোমবার ৷ তাদের সোশাল মিডিয়ায় কোনও ছবি ছিল না ৷ কিন্তু কেউ ক্যালিফোর্নিয়ায় থাকা একই নামের অমিত ও শিল্পা আগরওয়ালের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় ৷ তাদের ছবি ছড়িয়ে পড়ায় ক্যালিফোর্নিয়ার ওই দম্পতি চরম অস্বস্তিতে পড়েছেন ৷

kankurgachi murder
ক্যালিফোর্নিয়াবাসী অমিত-শিল্পা

কলকাতা, 23 জুন: স্বামী-স্ত্রী আর ফুটফুটে দুই সন্তান। ক্যালিফোর্নিয়ায় রয়েছে তাঁদের সুখী গৃহকোণ। আজ সকালে ঘুম থেকে ওঠার পর তাঁদের চোখ ছানাবড়া। কলকাতা কাঁকুড়গাছি আর বেঙ্গালুরুর মহাদেবপুরমের ব্রিগেড মেট্রোপলিস অ্যাপার্টমেন্টে খুন এবং আত্মহত্যার ঘটনায় ব্যবহার হচ্ছে তাঁদের ছবি ! ভারত থেকে একের পর এক ফোন যাচ্ছে। পাচ্ছেন মেসেজও । সোশাল মিডিয়ায় লেখা হচ্ছে নানা কথা। সব মিলিয়ে তাঁরা পড়েছেন চূড়ান্ত অস্বস্তিতে। সেই সূত্রেই তাঁরা পোস্ট করেছেন একটি ভিডিয়ো । জানিয়েছেন তাঁরা ভালো আছেন।

সোমবার অমিত আগরওয়াল বেঙ্গালুরুতে খুন করে স্ত্রীকে। স্ত্রীর নাম শিল্পা আগরওয়াল। পরে অমিত কলকাতায় ফিরে গুলি করে খুন করে শাশুড়িকে। পরে নিজেকেও শেষ করে দেয়। সাড়া জাগানো এই হত্যাকাণ্ডের পর মানুষ দেখতে চেয়েছিল অমিতকে । কিন্তু গোয়েন্দারা জানান, তিনি সোশাল মিডিয়ায় নেই। ফলে তার ছবি সহজে পাওয়া সম্ভব নয়। এদিকে সোশাল মিডিয়ায় উপস্থিতি রয়েছে অন্য এক অমিত এবং শিল্পা আগরওয়ালের । শিল্পা একটি রান্না সংক্রান্ত ওয়েবসাইট চালান । কাকতালীয়ভাবে তাঁর স্বামীর নামও অমিত আগরওয়াল । সেই সূত্র ধরেই তাঁদের দুজনের ছবি ছড়িয়ে পড়ে সর্বত্র । বলা হয়, এই শিল্পাকে খুন করে আত্মঘাতী হয়েছেন অমিত। ফলে ক্যালিফোর্নিয়াতে বসেই তাঁদের অস্বস্তিতে পড়তে হচ্ছে ।

ক্যালিফোর্নিয়া থেকে বার্তা অমিত ও শিল্পার...
ক্যালিফোর্নিয়াবাসী শিল্পা আগরওয়ালের কলকাতার সঙ্গে কোনও সম্পর্ক নেই। তাঁর জন্ম উত্তরপ্রদেশের ঝাঁসিতে। তিনি থেকেছেন বেঙ্গালুরুতে । তিন বছর কাটিয়েছেন জার্মানিতেও। তাঁর স্বামী অমিত আগরওয়াল একজন ফোটোগ্রাফার। তাঁদের দেব এবং ভির নামে দুই সন্তান রয়েছে। সবমিলিয়ে সুখের সংসার। কিন্তু কলকাতায় সাড়া জাগানো খুনে তাদের ছবি ছড়িয়ে পড়ায় তৈরি হয়েছে চূড়ান্ত অস্বস্তি। তারা জানিয়েছেন, “ আমরা বেঁচে আছি। সুস্থ আছি। দয়া করে ফেক নিউজ ছড়াবেন না।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.