ETV Bharat / international

Biden to Visit India: জি 20 সম্মেলনের সময় ভারতে আসার জন্য অপেক্ষায় বাইডেন, দাবি মার্কিন প্রশাসনের

author img

By

Published : Apr 22, 2023, 4:20 PM IST

আগামী সেপ্টেম্বরে জি 20 সম্মেলন ৷ এবার ভারতের নেতৃত্বে সম্মেলন অনুষ্ঠিত হবে নয়াদিল্লিতে ৷ ওই সম্মেলনে যোগ দিতে প্রথমবার ভারতে আসবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৷

Biden to Visit India
Biden to Visit India

ওয়াশিংটন (মার্কিন যুক্তরাষ্ট্র), 22 এপ্রিল: জি 20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সেপ্টেম্বরে ভারতে আসছেন ৷ দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর ৷ তাই তিনি এই সফরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৷ মার্কিন প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দফতরের তরফ থেকে এই তথ্য দেওয়া হয়েছে ৷

ওই দফতরের তরফে আরও জানানো হয়েছে, আমেরিকা মনে করছে ভারতের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে 2024 সাল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ জি 20 তে নেতৃত্ব বিশ্বের ভালোর জন্য ভারতকে একটি শক্তি হিসেবে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আমেরিকা মনে করছে ৷

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত জি 20 এর আয়োজন করছে । মার্কিন যুক্তরাষ্ট্র এপেকের আয়োজন করছে । জাপান জি 7 এর আয়োজন করছে । ফলে কোয়াডের সদস্য দেশগুলি এবার বেশ কয়েকটি সম্মলনে নেতৃত্বের ভূমিকায় রয়েছে ৷ এর ফলে এই দেশগুলি আরও কাছাকাছি আসার সুযোগ পাবে বলে মার্কিন প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি বিদেশ সচিব ডোনাল্ড লু জানিয়েছেন । তিনি আরও জানান, জি 20 সম্মেলনের সময়ই ভারতে আসবেন জো বাইডেন ৷ ওই সফরের জন্য এখন থেকেই রীতিমতো অপেক্ষায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ৷

তিনি আরও জানান, চলতি বছরের শুরুতেই ভারত সফর করেছেন মার্কিন প্রশাসনের একাধিক পদাধিকারী ৷ সেই তালিকায় বিদেশসচিব টনি ব্লিঙ্কেন-সহ অন্যরা রয়েছেন ৷ এছাড়া নয়াদিল্লিতে ইন্ডিয়া-ইউএস ফোরামেও বেশ কয়েকজন আধিকারিক উপস্থিত ছিলেন ৷ তিনি জি 20 নিয়ে ভারতের ইতিবাচক নেতৃত্বেরও প্রশংসা করেছেন ৷ গত মার্চ মাসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কোয়াডের বাকি তিন দেশের বিদেশমন্ত্রীরা রাইসিনা ডায়লগে অংশ নিয়েছিলেন ৷ তাছাড়া সেই সময় জনসাধারণের উপস্থিতিতেও একটি বৈঠক আয়োজিত হয় ৷ এই ধরনের বৈঠক প্রথমবার হয়েছিল বলে ওই মার্কিন আধিকারিক জানিয়েছেন ৷

চলতি মাসে ভারতে এসেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি ৷ তিনিও ভারতে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বলেই জানিয়েছেন মার্কিন প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি বিদেশ সচিব ডোনাল্ড লু ৷ তাঁর কথায়, এর থেকেই বোঝা যাচ্ছে যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কতটা দৃঢ় ৷

আরও পড়ুন: মার্কিন ট্রেজারি সেক্রেটারির সঙ্গে বৈঠক নির্মলার, ঋণ সংকট নিয়ে কথা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.