ETV Bharat / international

Israel-Hamas War: গাজায় জরুরি মানবিক বিরতির আহ্বান, প্রস্তাব গৃহীত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 1:28 PM IST

Israel-Hamas War
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ

UNSC Adopts Resolution: ইজরায়েল-হামাস যুদ্ধ থামাতে চারটি ব্যর্থ প্রচেষ্টার পর বুধবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় 'জরুরি ও বর্ধিত মানবিক বিরতি এবং করিডর' করার আহ্বান জানিয়ে প্রস্তাব অনুমোদন করেছে ।

রাষ্ট্রসংঘ, 16 নভেম্বর: গাজায় আকাশপথে ও স্থলপথে মুহুর্মুহু ইজরায়েলি হামলায় তীব্র সংকটে প্যালেস্তাইনের সাধারণ নাগরিকেরা ৷ মৃত্যুমিছিল রুখতে 'জরুরি ও বর্ধিত পরিসরে মানবিক বিরতি'র ডাক দিয়ে বুধবার প্রস্তাব গৃহীত হল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ৷ ইজরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর এই নিয়ে তাদের প্রথম প্রস্তাব গৃহীত হল ৷ যদিও প্রস্তাব পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তা প্রত্যাখ্যান করেছে ইজরায়েল ৷

15 সদস্যের নিরাপত্তা পরিষদে প্রস্তাবের পক্ষে ভোটের ফলাফল 12-0 ৷ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও রাশিয়া ভোটদানে বিরত ছিল । 7 অক্টোবর ইজরায়েলে হামাসের আচমকা আন্তঃসীমান্ত হামলার নিন্দা করতে ব্যর্থ এই প্রস্তাব বা রেজোলিউশন, এমনই দাবি করে এর পক্ষে ভোটদানে বিরত থেকেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ৷ আর এই প্রস্তাব মানবিক যুদ্ধবিরতির দাবি জানাতে ব্যর্থ বলে জানিয়ে এর পক্ষে ভোটদান করেনি রাশিয়া ৷ যদিও তাদের এই দাবির বিরোধিতা করেছে ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ৷

চূড়ান্ত খসড়ায় মানবিক বিরতির 'দাবি'কে 'আহ্বান' হিসেবে লেখা হয়েছে ৷ বলা হয়েছে, 'হামাস ও অন্যান্য গোষ্ঠীর হাতে বন্দি সমস্ত বন্দিকে অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির জন্য আহ্বান' জানানো হচ্ছে ৷ তবুও মাল্টার এই প্রস্তাব গুরুতর পার্থক্যগুলি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে, যা আগের চারটি প্রস্তাব গ্রহণ করতে নিরাপত্তা পরিষদকে বাধা দিয়েছিল ৷

মাল্টার রাষ্ট্রসংঘের রাষ্ট্রদূত ভেনেসা ফ্রেজিয়ার বলেছেন, "আজ আমরা যা অর্জন করেছি, তা একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ । আমরা বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং সশস্ত্র সংঘাতে শিশুদের দুর্দশার প্রতি আমাদের প্রতিশ্রুতিতে অবিচল থাকব ।"

এই প্রস্তাবে ইজরায়েলে 7 অক্টোবরের হামলার উল্লেখ নেই, যেখানে হামাস জঙ্গিরা প্রায় 1,200 জনকে হত্যা করেছিল এবং প্রায় 240 জনকে বন্দি করেছিল । হামাস-শাসিত গাজায় বিমান হামলা এবং স্থলপথে আক্রমণ যে ইজরায়েলের পালটা জবাব তারও উল্লেখ নেই প্রস্তাবে ৷ স্বাস্থ্য মন্ত্রক বলছে যে, ইজরায়েলি হামলায় 11,000 এরও বেশি প্যালেস্তাইনের নাগরিকের মৃত্যু হয়েছে, মৃতদের দুই-তৃতীয়াংশ মহিলা এবং শিশু ।

আরও পড়ুন:

  1. ইজরায়েল-গাজা যুদ্ধে পণবন্দিদের বিনিময় প্রক্রিয়া আদতে জটিল হবে, মত বিশেষজ্ঞরা
  2. ইজরায়েল-গাজা যুদ্ধে পণবন্দিদের বিনিময় প্রক্রিয়া আদতে জটিল হবে, মত বিশেষজ্ঞরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.