ETV Bharat / international

Nuclear Submarine Mishap: নিজেদের পাতা ফাঁদে পড়ে সাগরের নিচে প্রাণ গেল 55 চিনা নাবিকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 1:12 PM IST

Nuclear Submarine Mishap
Nuclear Submarine Mishap

Chinese Sailors Dead in Nuclear Submarine Mishap: মার্কিন ও ব্রিটিশ সাবমেরিনকে ধ্বংস করতে ফাঁদ পেতেছিল চিন ৷ সেই ফাঁদে পড়ল চিনেরই একটি নিউক্লিয়ার সাবমেরিন ৷ প্রাণ গিয়েছে 55 জন নাবিকের ৷ এই নিয়ে ব্রিটেন থেকে প্রকাশিত প্রতিবেদন অবশ্য অস্বীকার করেছে চিন ৷

ওয়াশিংটন, 4 অক্টোবর: মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাবমেরিনকে বিপদে ফেলতে সাগরের নিচে ফাঁদ পেতেছিল চিন ৷ অদৃষ্টের এমন পরিহাস যে সেই পাতা ফাঁদে পড়ে মৃত্যু হল পারমাণবিক সাবমেরিনে থাকা 55 জন চিনা নাবিকের ৷ ব্রিটেন থেকে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এমনই তথ্য সামনে এসেছে ৷

অসমর্থিত সূত্রের খবর বলে দাবি করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, সাগরের নিচে অক্সিজেন সিস্টেমে সমস্যার কারণে 55 জন চিনা নাবিকের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে সাবমেরিনের ক্যাপ্টেন রয়েছেন ৷ আর রয়েছেন 21 অফিসার ৷ তবে চিনের তরফে ওই মার্কিন প্রতিবেদনের দাবি অস্বীকার করা হয়েছে ৷

যদিও ব্রিটেনের ওই প্রতিবেদনে জানানো হয়েছে, চিনা সাবমেরিনটি হল '093-417' ৷ সেটি দুর্ঘটনার কবলে পড়ে ইয়োলো সি-তে ৷ গত 21 অগস্ট ঘটনাটি ঘটে৷ অক্সিজেন সিস্টেমে সমস্যার কারণে জলের নিচে সকলের বিষক্রিয়া হয় ৷ তার জেরেই এই মর্মান্তিক পরিণতি হয় ওই চিনা নাবিকদের ৷

ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে ইয়োলো সি-তে মার্কিন ও ব্রিটিশ সাবমেরিনকে বিপদে ফেলার জন্য ফাঁদ পাতা হয় ৷ সেই ফাঁদেই পড়ে যায় চিনের সাবমেরিনটি ৷ সাগরের ওই অংশ নোঙর ও চেন দিয়ে ঘেরা ছিল ৷ সেই চেনেই আটকে যায় চিনের সাবমেরিনটি ৷ তখন ওই ডুবোজাহাজে 22 জন আধিকারিক, 7 জন অফিসার ক্যাডেট, 9 জন পেটি অফিসার ও 17 জন নাবিক ছিলেন ৷ ওই সাবমেরিনের ক্যাপ্টেন ছিলেন কর্নেল জু ইয়ং পেং ৷

ব্রিটেনের ওই প্রতিবেদনের আরও দাবি, মার্কিন ও ব্রিটিশ সাবমেরিনকে বিপদে ফেলতে ওই ফাঁদ চিনই পেতেছিল ৷ ফলে নিজেদের পাতা ফাঁদেই মরতে হল চিনা নাবিকদের ৷ অন্যদিকে ব্রিটিশদের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগও একই রিপোর্ট দিয়েছে ৷ তাদের দাবি, ইচ্ছে করেই চিন আন্তর্জাতিক মহলের কাছে বিষয়টি গোপন করে গিয়েছে ৷ কারণ, তাহলে তাদের ফাঁদ পাতার বিষয়টি সামনে চলে আসত ৷

আরও পড়ুন: তুরস্কের সংসদ ভবনের বাইরে আত্মঘাতী জঙ্গি হামলা, আহত 2 নিরাপত্তারক্ষী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.