ETV Bharat / international

Accident in China: কোভিড বিধি শিথিলে নববর্ষের ছুটিতে চিনে মানুষের ঢল, দুর্ঘটনায় মৃত 17

author img

By

Published : Jan 8, 2023, 3:15 PM IST

Accident in China ETV Bharat
চিনে কোভিড

কোভিড বিধি শিথিল (China Lifts Covid Travel Restrictions) করার পর চিনা নববর্ষে ভ্রমণকারীদের ভিড়ের মধ্যেই বেইজিং-এ দুর্ঘটনায় (Accident in China) প্রাণ গেল 17 জনের ৷ জখম 22 জন ৷

বেইজিং, 8 জানুয়ারি: কোভিড বিধি শিথিল (China Lifts Covid Travel Restrictions) হওয়ার পর চিনা নববর্ষের ছুটিতে যখন ভ্রমণকারীদের ভিড়ে জমজমাট বেইজিং, তখনই দক্ষিণ চিনে একটি ট্র্যাফিক দুর্ঘটনায় 17 জনের মৃত্যু হল ৷ আহত হয়েছেন 22 জন ৷ স্থানীয় ট্র্যাফিক ম্যানেজমেন্ট ব্রিগেড জানিয়েছে, জিয়াংসি প্রদেশের নানচাং শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে । তবে কতগুলি যানবাহন এই দুর্ঘটনার কবলে পড়েছে বা কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয় ৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ট্র্যাফিক ম্যানেজমেন্ট ব্রিগেড ৷

ওয়েবসাইট জিমু নিউজ একজন স্থানীয় বাসিন্দার উদ্ধৃতি তুলে ধরে বলেছে যে, নিহতরা তাওলিং গ্রামের বাসিন্দা ৷ এক ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য রাস্তার পাশে একটি তাঁবু খাটিয়েছিলেন তাঁরা ৷ গ্রামীণ চিনে এমনই চল রয়েছে ৷ রবিবার ভোরে তাঁরা স্থানীয় শ্মশানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ৷ তখনই বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা মারে ৷ হতাহতদের মধ্যে বেশ কয়েকজন তাঁর প্রতিবেশী ছিলেন বলে জানিয়েছেন ডেং নামে ওই মহিলা ৷ জিমু নিউজ ঘটনাটির সত্যতা নিশ্চিত করার জন্য অপর একজন অজ্ঞাত গ্রামবাসীকে উদ্ধৃত করে বলেছে যে, ঘটনাস্থল ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে । তবে আহতদের অবস্থা এখনও জানা যায়নি ।

বেশিরভাগ কোভিড 19 নিষেধাজ্ঞার অবসানের ফলে এ বছর 22 জানুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী উত্সবের মরশুমে বেইজিং-এ ভ্রমণকারীদের সংখ্যা দ্বিগুণ হয়ে 200 কোটিরও বেশি হবে বলে মনে করা হচ্ছে । চিন 8 জানুয়ারি থেকে অভ্যন্তরীণ ভ্রমণকারীদের জন্য তার কোভিড বিধিনিষেধ তুলে নেবে বলে জানিয়েছে । তারা বিদেশ ভ্রমণের জন্য নাগরিকদের ভিসা দেওয়াও আবার শুরু করবে । এনএইচকে ওয়ার্ল্ডের দাবি, চিনের অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা 8 জানুয়ারি থেকে পর্যটন এবং বিদেশে ভ্রমণের জন্য পাসপোর্ট ইস্যু করার আবেদন গ্রহণ শুরু করবে । কঠোর জিরো কোভিড নীতি শিথিল করার এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের উপর বিধিনিষেধ কিছুটা শিথিল করার কয়েকদিন পরেই এই পদক্ষেপ করছে চিন ৷

আরও পড়ুন: চিনে করোনা নীতির সমালোচনা, বন্ধ হাজারের উপর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট

এর আগে, চিন সরকার সীমান্তের বিধিনিষেধ শিথিল করার এবং আন্তর্জাতিক কোভিড 19 পরিস্থিতি অনুসারে সুশৃঙ্খলভাবে বিদেশ ভ্রমণ পুনরায় শুরু করার পরিকল্পনা ঘোষণা করেছিল । এনএইচকে ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুসারে, চিনা সংবাদমাধ্যম বলেছিল যে, জাপান এবং থাইল্যান্ড-সহ জনপ্রিয় গন্তব্যগুলির জন্য অনলাইন ভ্রমণ সাইটে বুকিং সরকারের ঘোষণার পরে দশগুণ বেড়েছে । চিনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (সিএএসি) বুধবার জানিয়েছে যে চিন 8 জানুয়ারি থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে ।

গ্লোবাল টাইমস অনুসারে, সিএএসি (সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না) বলেছে যে, এটি আন্তর্জাতিক যাত্রী পরিবহণ পুনরায় শুরু করবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.