ETV Bharat / international

Elon Musk Twitter Deal: টুইটারের 75 শতাংশ কর্মী ছাঁটাই হবে না, জানালেন মাস্ক

author img

By

Published : Oct 27, 2022, 12:56 PM IST

বুধবার টুইটারের সদর দফতরে যান ইলন মাস্ক (Elon Musk Twitter Headquarters) ৷ আগামী শুক্রবার তাঁর টুইটারের মালিক হওয়ার কথা ৷

Tesla CEO Elon Musk says wont fire 75 percent of Twitter staff as he finalises deal
Elon Musk Twitter Deal: টুইটারের 75 শতাংশ কর্মী ছাঁটাই হবে না, জানালেন মাস্ক

সান ফ্রান্সিসকো, 27 অক্টোবর: টুইটারের (Twitter) মালিকানা হাতে পাওয়ার পর 75 শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে না ৷ টেসলা সিইও ইলন মাস্ক (Tesla CEO Elon Musk) এই কথা জানিয়েছেন টুইটারের কর্মীদের ৷ কিছুদিন আগে জানা গিয়েছিল যে সারা বিশ্বে ছড়িয়ে থাকা টুইটার কর্মীদের মধ্যে 75 শতাংশকে ছাঁটাই করে দেবেন ইলন মাস্ক ৷ সেই সংখ্যাটা প্রায় 5 হাজার 600 ৷

বুধবার সান ফ্রান্সিসকোতে টুইটারের সদর দফতরে গিয়েছিলেন ইলন মাস্ক (Elon Musk Twitter Headquarters) ৷ সেখানে তিনি কর্মীদের সঙ্গে কথা বলেন ৷ তখনই তিনি এই বিষয়টি স্পষ্ট করেন বলে টেকক্রাঞ্চ নামে একটি মিডিয়ায় প্রকাশিত হয়েছে ৷

দীর্ঘদিন ধরেই মাস্কের টুইটারের মালিকানা নিয়ে নেওয়া নিয়ে নানা আলোচনা চলছে ৷ চুক্তি নিয়ে গোলমালও হয় ৷ সেই নিয়ে আইনি টানাপোড়েনও হয়েছে ৷ সব মিটিয়ে আগামী শুক্রবার টুইটারের মালিকানা আনুষ্ঠানিক ভাবে ইলন মাস্কের হাতে আসার কথা (Elon Twitter Takeover) ৷

কিন্তু এর আগে তিনি যে টুইট করেছিলেন, যেখানে কর্মী ছাঁটাইয়ের কথা বলেছিলেন, সেই নিয়ে টুইটারের কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল ৷ তাঁরা এই নিয়ে টুইটারের ডিরেক্টরদের ও মাস্ককে চিঠিও লিখেছিলেন ৷ বুধবার মাস্ক ছাঁটাই না করার বিষয়টি স্পষ্ট করে দেওয়ায় শেষ পর্যন্ত সেই ক্ষোভ প্রশমিত হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ তবে কর্মীদের টুইটার কর্তৃপক্ষ একটি বার্তায় জানিয়েছেন, শুক্রবার মাস্কের মুখ থেকেই এই নিয়ে যাবতীয় বিষয় শোনার জন্য কর্মীদের অপেক্ষা করা উচিত ৷

44 বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টুইটারের মালিক হচ্ছেন মাস্ক (Elon Musk Twitter Deal) ৷ সেই কারণে তাঁকে আর্থিক সহায়তা দিতে ব্যাংক ও অন্য আর্থিক সংস্থাগুলি 13 বিলিয়ন ডলার করে পাঠাতে শুরু করেছে ৷ দ্য ওয়াল স্ট্রিট জার্নালে এই খবর প্রকাশিত হয়েছে ৷ ওই রিপোর্টে জানানো হয়েছে, শুক্রবারের মধ্যে টুইটার কেনার পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর ওই টাকা মাস্ক ব্যবহার করতে পারবেন ৷

এদিকে মাস্ক যদি শুক্রবারের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে না পারেন, তাহলে তাঁকে আবার আইনি ঝামেলায় পড়তে হবে ৷ কারণ, বিচারক তাঁকে ওই দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন৷ না হলে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হবে ৷

আরও পড়ুন: সিংক হাতে টুইটারের সদর দফতরে ঢুকে ইলন মাস্ক বললেন, ডুবে যাক !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.