ETV Bharat / international

Fighter Jet Crashed: 'এয়ার শো' চলাকালীন ভেঙে পড়ল মিগ-23 ফাইটার জেট, নিরাপদে উদ্ধার 2 ব্যক্তি

author img

By

Published : Aug 14, 2023, 1:25 PM IST

Fighter Jet Crashed during Airshow: মার্কিন মুলুকে 'এয়ার শো' চলাকালীন ভেঙে পড়ল একটি মিগ-23 ফাইটার জেট ৷ প্যারাসুট নিয়ে ঝাঁপ দিয়ে রক্ষা পেয়েছেন তাতে থাকা দুই ব্যক্তি ৷

Fighter Jet Crashed
মিগ-23 ফাইটার জেট

ওয়াশিংটন ডিসি (মার্কিন যুক্তরাষ্ট্র), 14 অগস্ট: মার্কিন যুক্তরাষ্ট্রে 'এয়ার শো' চলাকালীন ভেঙে পড়ল মিগ-23 ফাইটার জেট ৷ এই যুদ্ধবিমান থেকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে দুই ব্যক্তিকে ৷ ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে ৷

জানা গিয়েছে, সেখানে রবিবার বিকেলে একটি 'এয়ার শো' চলছিল ৷ সেসময় বিকল হয়ে যায় একটি মিগ-23 ফাইটার জেট ৷ তখন তাতে থাকা দুই আরোহী মিগ-23 ফাইটার জেট থেকে প্যারাসুট নিয়ে ঝাঁপ দেন ৷ এর ফলে বরাত জোরে তাঁদের প্রাণ বেঁচে যায় ৷ তাঁরা প্যারাসুট নিয়ে উইলো রান বিমানবন্দরের দক্ষিণে ইপসিলান্টি শহরের কাছে বেলেভিলে লেকে অবতরণ করেন ৷ তবে ঘটনায় আহত হয়েছেন ওই দুই ব্যক্তি ৷ একটি বিবৃতিতে ওয়েন কাউন্টি বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, দু'জনের কেউই গুরুতর আঘাত পাননি ৷ তবে দু'জনকেই পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সূত্রের খবর, বিমানটি বিকল হয়ে যাওয়ার পর আরোহীরা বেরিয়ে গেলে সেটি একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পার্কিং লটের কাছে গিয়ে ভেঙে পড়ে ৷ এর জেরে কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর ৷

আরও পড়ুন: রাজস্থানের ভরতপুরে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ বিমান

মার্কিন যুক্তরাষ্ট্রে মিশিগানে দু'দিনের 'এয়ার শো' আয়োজন করা হয় ৷ সেটির নাম দেওয়া হয় থান্ডার ওভার মিশিগান ৷ এটির আয়োজকরা এই ঘটনার পরে 'এয়ার শো'টি বন্ধ করে দেয় বলে জানা গিয়েছে ৷ তবে এই ঘটনা সম্পর্কে তারা আর বিশদে কিছু জানায়নি । একটি সোশাল মিডিয়া পোস্টে ঘোষণা করা হয়েছে, “ সকলে অনুগ্রহ করে নিজেদের গাড়িতে ঢুকে বসুন এবং শান্তভাবে এয়ারফিল্ড থেকে সরে যান । অনুগ্রহ করে ধৈর্য রাখুন কারণ আমরা এলাকার চারপাশে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করছি ৷" আইএএনএস-এর রিপোর্টে বলা হয়েছে, ঘটনাটি এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তরফে তদন্ত করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.