ETV Bharat / international

Cyclone in Brazil: দক্ষিণ ব্রাজিলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে মৃত্যু 21 জনের, গৃহহীন বহু মানুষ

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 12:38 PM IST

Cyclone in Brazil
ব্রাজিলে ভয়াবহ ঘূর্ণিঝড়

ভয়াবহ ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে দক্ষিণ ব্রাজিলে ৷ এর কবলে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 21 জনের ৷ নদীর জল বাড়ায় ঘরছাড়া বহু মানুষ ৷

সাও পাওলো (ব্রাজিল), 6 সেপ্টেম্বর: ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় ৷ যার কবলে পড়ে মৃত্যু হয়েছে অন্তত 21 জনের ৷ ঝড়ের কারণে বেশ কয়েকটি শহরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ এমনটাই মঙ্গলবার জানিয়েছে প্রশাসন । রিও গ্র্যান্ডে দো সুল গভর্নর এডুয়ার্ডো লেইট বলেন, " ঘূর্ণিঝড়ের জেরে মৃতের সংখ্যা রাজ্যে সর্বোচ্চ । এই ঝড়টি প্রায় 60টি শহরকে বিপর্যস্ত করেছে ৷ এটিকে একটি অতিরিক্ত ক্রান্তীয় ঘূর্ণিঝড় হিসাবে ঘোষণা করা হয়েছে ।"

তিনি জানান, মুকুম শহরে প্রায় 50 হাজার মানুষের বাস ৷ সেখানে ঝড়ের কারণে একটি বাড়িতেই 15 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে । রিও গ্র্যান্ডে দো সুল রাজ্য সরকার জানিয়েছে, সোমবার রাত থেকে 1 হাজার 650 জন গৃহহীন হয়ে পড়েছে । টিভি ফুটেজে দেখা গিয়েছে, পরিবারগুলি তাদের বাড়ির উপরে উঠে সাহায্যের জন্য অনুরোধ করছে ৷ কারণ নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে জল তাদের বাড়িগুলির ভিতরে ঢুকে গিয়েছে ।

বাসিন্দাদের পরবর্তী 72 ঘণ্টা কোনও নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পরামর্শ দিয়েছে মুকুমের সিটি হল । গভর্নর জানান, নিহতদের মধ্যে একজন মহিলা ছিলেন ৷ তাঁকে উদ্ধারের চেষ্টা করা হয় ৷ কিন্তু তিনি নদীর জলে ভেসে যান । এডুয়ার্ডো লেইটের তাঁর সোশাল মিডিয়ায় লেখেন, "টাকুয়ারি নদীতে উদ্ধারকাজ চালানের সময় এক মহিলার মৃত্যু হয়েছে ৷ এর জন্য আমি দুঃখিত ৷" জানা গিয়েছে, উদ্ধারের সময় তার ছিড়ে গিয়ে ওই মহিলা নদীতে পড়ে যায় ৷ তার সঙ্গে আরও একজন উদ্ধারকারী পড়ে গিয়েছিলেন । দুর্ভাগ্যবশত মহিলা বাঁচেননি ৷ তবে উদ্ধারকারীকে বাঁচানো সম্ভব হয়েছে ৷ কিন্তু তিনি গুরুতর আহত হয়েছেন ।

আরও পড়ুন: দুর্যোগেও আশার আলো, বিপর্যস্ত গুজরাতে মাতৃত্বের স্বাদ পেলেন 707 জন

রিও গ্র্যান্ডে দো সুলে জুন মাসে আরেকটি ভয়াবহ ঘূর্ণিঝড়ের আছড়ে পড়েছিল ৷ যাতে 16 জনের মৃত্যু হয়েছিল এবং 40টি শহর ধ্বংস হয়ে গিয়েছিল ৷ যার মধ্যে বেশিরভাগই রাজ্যের রাজধানী পোর্তো আলেগ্রির আশেপাশে ক্ষয়ক্ষতি হয় । (সংবাদ সংস্থা- এপি)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.