ETV Bharat / international

Russian Fighter Jet Damaged US Drone: মার্কিন ড্রোনের উপর গোলাবর্ষণের অভিযোগ রুশ যুদ্ধবিমানের বিরুদ্ধে

author img

By

Published : Jul 26, 2023, 2:25 PM IST

Russian Fighter Jet Damaged US Drone ETV BHARAT
Russian Fighter Jet Damaged US Drone

Russian Fighter Jet Flares at US MQ-9 Drone: মার্কিন বায়ুসেনার ড্রোন এমকিউ-9 ‘ডিফিট-আইএসআইএস’ মিশনে বাধা দেওয়ার অভিযোগ রাশিয়ার যুদ্ধবিমানের বিরুদ্ধে ৷ গত রবিবার ঘটনাটি ঘটেছে সিরিয়ার আকাশসীমায় ৷ অভিযোগ, ড্রোন এমকিউ-9 এর উপর গোলাবর্ষণ করে রাশিয়ার যুদ্ধবিমান ৷

ওয়াশিংটন ডিসি, 26 জুলাই: সিরিয়ায় মার্কিন সেনার ড্রোনের উপরে গোলা বর্ষণের অভিযোগ উঠল রাশিয়ার যুদ্ধবিমানের বিরুদ্ধে ৷ যার জেরে ড্রোনের প্রপেলার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ আমেরিকার ৷ বায়ুসেনার লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্স গ্রিংকুইচ একটি বিবৃতি দিয়ে বিষয়টি সামনে এনেছেন ৷ এই বায়ুসেনা আধিকারিক তাঁর বিবৃতিতে জানিয়েছেন, গত রবিবার মার্কিন বায়ুসেনার ড্রোন এমকিউ-9 ‘ডিফিট-আইএসআইএস’ মিশনে কাজ করছিল ৷ সেই সময় রাশিয়ার বায়ুসেনার যুদ্ধবিমান সেটির একেবার কাছে চলে আসে ও উপর থেকে গোলাবর্ষণ শুরু করে ৷ ড্রোনের থেকে মাত্র কয়েক মিটারের দূরত্ব ছিল রাশিয়ার যুদ্ধবিমানের ৷

মার্কিন সেন্ট্রাল বায়ুসেনার ওই শীর্ষ আধিকারিক বিবৃতিতে বলেন, ‘‘রাশিয়ার ছোড়া একটি গোলা এমকিউ-9 ড্রোনে আঘাত করে ৷ যার জেরে ড্রোনটির একটি প্রপেলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ সৌভাগ্যবশত, এমকিউ-9 ড্রোনের পরিচালনাকারীরা সেটিকে নিয়ন্ত্রণ রাখতে পেরেছিল এবং নিরাপদে সেটিকে বেস ক্যাম্পে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ৷’’

মার্কিন বায়ুসেনার তরফে অভিযোগ করা হয়েছে, রাশিয়ার বায়ুসেনার মার্কিন ড্রোনের উপর হামলা আসল উদ্দেশ্য ছিল ‘ডিফিট-আইএসআইএস’ মিশনকে ব্যর্থ করা ৷ তারা সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার সেনা আধিকারিকদের ডেকে পাঠাবে বলে জানানো হয়েছে ৷ শীঘ্রই এই ধরনের বেপরোয়া, উস্কানিমূলক এবং অপেশাদারী আচরণ বন্ধ করতে রাশিয়াকে সতর্ক করা হবে বলে জানিয়েছে মার্কিন বায়ুসেনা ৷ উল্লেখ্য এর আগেও রাশিয়ার বায়ুসেনার যুদ্ধবিমান মার্কিন ড্রোনের উপরে হামলা চালিয়েছিল ৷ যেখানে রবিবারের এই হামলা নবসংযোজন বলে অভিযোগ করেছেন মার্কিন সেন্ট্রাল বায়ুসেনার লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্স গ্রিংকুইচ ৷

আরও পড়ুন: বিশ্বজোড়া খাদ্য সংকট ইস্যুতে রাষ্ট্রসংঘে চাপের মুখে রাশিয়া

এর আগে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরের উপরেও গত মার্চ মাসেএকই ধরনের ঘটনা ঘটিয়েছিল রাশিয়ার যুদ্ধবিমান ৷ মার্চ মাসের সেই ঘটনায় রাশিয়ার সুখই-27 যুদ্ধবিমান প্রায় একইভাবে মার্কিন ড্রোনের উপরে গোলাবর্ষণ করেছিল ৷ সেই সময়েও ড্রোনের প্রপেলার ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং মার্কিন বায়ুসেনাকে বাধ্য করেছিল সেটিকে জলের মধ্যে অবতরণ করাতে ৷ রাশিয়ার তরফে কেন বারবার এই ধরনের আগ্রাসন দেখানো হচ্ছে ? এর পিছনে রাশিয়ার আসল উদ্দেশ্যে কী ? তা জানতে মার্কিন বিশেষজ্ঞরা বিষয়টি ক্ষতিয়ে দেখছে বলে জানিয়েছিলেন জয়েন্ট চি অফ স্টাফ জেনারেল মার্ক মিলেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.