ETV Bharat / international

Chaos In Sri Lanka : জটিল হচ্ছে শ্রীলঙ্কার পরিস্থিতি, সংসদে জরুরি অধিবেশনের ডাক অধ্যক্ষের

author img

By

Published : May 10, 2022, 5:19 PM IST

সোমবার রাতে বিক্ষুব্ধ জনতা হাম্বানটোটায় মহিন্দা রাজাপক্ষের পৈতৃক ভিটে জ্বালিয়ে দেয় ৷ মঙ্গলবার সকালে জানা যায়, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রাণে বাঁচতে সপরিবারে আশ্রয় নিয়েছেন ত্রিণকোমালির নৌ-ঘাঁটিতে (Protests at Lankan naval base housing as Mahinda Rajapaksa takes shelter there) ৷ এসবের মধ্যেই সংসদে জরুরি অধিবেশনের ডাক দিয়েছেন অধ্যক্ষ ৷

Sri Lanka Crisis News
সপরিবারে নৌ-ঘাঁটিতে আশ্রয় রাজাপক্ষের

কলম্বো, 10 মে : জটিল থেকে জটিলতর হচ্ছে শ্রীলঙ্কার পরিস্থিতি ৷ চরম অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রে সোমবার থেকে সরকারি বিরোধী আন্দোলন হিংসাত্মক চেহারা নিয়েছে ৷ প্রাণ গিয়েছে শাসকদলের সাংসদের ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় গতকালই প্রধানমন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েছেন মহিন্দা রাজাপক্ষে ৷ সোমবার রাতের দিকে বিক্ষুব্ধ জনতা হাম্বানটোটায় তাঁর পৈতৃক ভিটেও জ্বালিয়ে দেয় ৷ মঙ্গলবার সকালে জানা যায়, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রাণে বাঁচতে সপরিবারে আশ্রয় নিয়েছেন ত্রিণকোমালির নৌ-ঘাঁটিতে (Protests at Lankan naval base housing as Mahinda Rajapaksa takes shelter there) ৷ এই পরিস্থিতিতে সংসদে জরুরি অধিবেশনের ডাক দিয়েছেন অধ্যক্ষ মহিন্দা ইয়াপা আবেবর্ধনা ৷

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সূত্রে খবর, সরকারি বিরোধী আন্দোলনের আঁচ বা ব্যপ্তি এতটাই সাঙ্ঘাতিক আকার নিয়েছে যে পরিবার নিয়ে বসতবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন রাজাপক্ষে ৷ সেনার তরফে মহিন্দা রাজাপক্ষে এবং তাঁর পরিবারকে সেখান থেকে উদ্ধারে সাহায্য করে ৷ যদিও নৌঘাঁটিতে খুব শান্তিতে নেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ রাজাপক্ষে আশ্রয় নেওয়ার খবর শুনে দেশের উত্তর-পূর্ব উপকূলের ত্রিণকোমালি নৌঘাঁটিতে শুরু হয়েছে বিক্ষোভ ৷

কেবল হাম্বানটোটায় মহিন্দা এবং গোতাবায়া রাজাপক্ষের পৈতৃক বাড়ি নয়, গতকাল রাতে সরকার বিরোধী আন্দোলন এবং তাতে পুলিশি আক্রমণের ঘটনার আঁচ পড়েছে দেশের অন্যান্য মন্ত্রী-আমলাদের বাসভবনেও ৷ উন্মত্ত জনতা জ্বালিয়ে দেয় সেগুলিও ৷ কলম্বো-সহ দেশের অন্যান্য শহরে সরকারি বিরোধী বিক্ষোভে এবং হিংসার ঘটনায় দু'শোরও বেশি মানুষ আহত হয়েছেন ৷ প্রাণ গিয়েছে 8 জনের, যার মধ্যে রয়েছেন শাসকদলের সাংসদ অমরাকীর্তি আথুকোরালাও ৷ বিক্ষোভকারী উদ্দেশে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করলে হাজারো আন্দোলনকারী তাঁকে ঘিরে ফেলে ৷ তখনই নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি ৷

আরও পড়ুন : সরকার বিরোধী আন্দোলনে রণক্ষেত্র কলম্বো, প্রাণ গেল শাসকদলের সাংসদের

এদিকে দেশের টালমাটাল পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি গোতাবায় রাজাপক্ষেকে জরুরি ভিত্তিতে অধিবেশন শুরু করার কথা বলেছেন সংসদের অধ্যক্ষ মহিন্দা ইয়াপা আবেবর্ধনা ৷ চলতি সপ্তাহের যে কোনও দিন শুরু হতে পারে অধিবেশন ৷ দ্বীপরাষ্ট্রের বিশ্বজয়ী ক্রিকেট অধিনায়ক অর্জুন রণতুঙ্গা যেমন সরকার বিরোধী আন্দোলনে পুলিশি আক্রমণের প্রতিবাদ জানিয়েছেন ৷ তাঁর কথায়, পুলিশই পরিস্থিতি জটিল করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.