ETV Bharat / international

SCO Summit 2022: আজ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ

author img

By

Published : Sep 16, 2022, 9:55 AM IST

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলেনে (Shanghai Cooperation Organization Summit 2022) আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ যে সম্মেলনে পূর্ণ সদস্য হিসাবে ভারতের পাশাপাশি চিন ও পাকিস্তানও অংশ নিয়েছে ৷ এ দিন সম্মেলনের মাঝে রাশিয়া, উজবেকিস্তান ও ইরানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে নরেন্দ্র মোদির ৷

PM Narendra Modi to Attend Shanghai Cooperation Organization Summit 2022
PM Narendra Modi to Attend Shanghai Cooperation Organization Summit 2022

সামারকন্দ, 16 সেপ্টেম্বর: আজ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলেন (Shanghai Cooperation Organization Summit 2022) অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ বৃহস্পতিবার সন্ধেয় তিনি সামারকন্দ পৌঁছে গিয়েছেন এসসিও সম্মেলনে অংশ নিতে ৷ সেই সম্মেলনে বক্তব্য পেশ করার পাশাপাশি, সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একাধিক বৈঠক রয়েছে তাঁর ৷ ইতিমধ্যেই রাশিয়া, উজবেকিস্তান ও ইরানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের কথা জানানো হয়েছে পিএমও’র তরফে ৷

করোনার অতিমারির পর এটাই প্রথম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলন (SCO Summit 2022) । সেখানে সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা মুখোমুখি সাক্ষাৎ করবেন ৷ শেষবার 2019 সালের জুন মাসে আয়োজিত এসসিও সম্মেলনে শারীরিকভাবে সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানরা অংশ নিয়েছিলেন ৷ এ বারের এসসিও সম্মেলনে 8 সদস্য দেশ, 4টি পর্যবেক্ষক দেশ, যাঁরা পূর্ণ সদস্য পদ পেতে আগ্রহী এবং 6টি ‘ডায়লগ পার্টনার’ রয়েছে ৷

পূর্ণ সদস্য দেশগুলি হল, ভারত, চিন, রাশিয়া, কাজাখাস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান ৷ পর্যবেক্ষক সদস্য দেশগুলির মধ্যে রয়েছে, আফগানিস্তান, বেলারুশ, ইরান এবং মঙ্গোলিয়া ৷ আর ডায়লগ পার্টনার হিসাবে অংশ নিয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এবং টার্কি ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে হাজির ‘56 ইঞ্চি মোদিজি থালি’

এবারের সম্মেলনে ভারতের তরফে স্টার্টআপস, উদ্ভাবনী শক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নতি নিয়ে জোর দেওয়ার কথা বলা হয়েছে ৷ পাশাপাশি, স্বাস্থ্য ক্ষেত্রে প্রাচীন যুগ থেকে চলে আসা ঘরোয়া ওষুধ প্রস্তুতিতে জোর দেওয়া হবে বলেও জানা গিয়েছে ৷ পাশাপাশি, ইউরেশিয় অঞ্চলের শান্তি, সমৃদ্ধি এবং ভৌগলিক স্থিতিশীলতাকে বজায় রাখতে ভারত সদস্যপদ লাভের প্রথম দিন থেকে কাজ করে আসছে ৷ আজ প্রধানমন্ত্রীর ভাষণেও, সেই বিষয়ে উল্লেখ থাকবে বলে মনে করছেন কূটনীতিকরা ৷ পাশাপাশি, পরিবেশ রক্ষায় ভারত সরকার যে বিশেষ উদ্যোগ নিয়েছে, তাও এসসিও সম্মেলনে উঠে আসতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.