ETV Bharat / international

Imran Khan Protest March : ইমরানের প্রতিবাদ মিছিল আটকাল পুলিশ, ইসলামাবাদে রেড জোন নিয়ন্ত্রণে সেনা নামাল শেহবাজ

author img

By

Published : May 26, 2022, 1:16 PM IST

বুধবার ইমরান খান ও তাঁর দল পিটিআই-এর সমর্থকেরা প্রতিবাদ মিছিল করে রাজধানী ইসলামাবাদে পৌঁছয় ৷ পুলিশ তাদের পথ রুখে দাঁড়ালে দু'পক্ষের মধ্যে তুমুল গণ্ডগোল হয় ৷ এরপর শেহবাজ শরিফ রাজধানীর নিরাপত্তায় সেনা নামিয়েছে (Imran Khan Protest March) ৷

Former Pakistan Prime Minister Imran Khan Protest March
ইসলামাবাদে পিটিআই প্রধান ইমরান খান

ইসলামাবাদ, 26 মে : ইমরান খানের বিরুদ্ধে সেনবাহিনী মোতায়েন করল পাক সরকার ৷ বুধবার প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর অনুগামীদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল করেন এবং ইসলামাবাদে ঢোকেন ৷ তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (Pakistan Tehreek-e-Insaf) এবং স্থানীয় পুলিশ বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় পুলিশ ৷ এরপর শেহবাজ শরিফ সেনাবাহিনীকে তলব করে ৷ এমনিতেই তাঁর সরকার ইমরান খানের এই মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছিল (Pak government deploys army to protect Red Zone as Imran Khan enters Islamabad) ৷

পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ (Rana SanaUllah Khan) একটি সরকারি নির্দেশিকা পোস্ট করে টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, "ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান রাজধানী ইসলামাবাদের আইন ও শৃঙ্খলা রক্ষার্থে সংবিধানের 245 ধারা অনুযায়ী যথেষ্ট শক্তিশালী পাকিস্তান সেনাবাহিনীকে মোতায়েন করছে ৷"

  • The Federal Government is pleased to authorize deployment of sufficient strength of troops of Pakistan Army in Red Zone under Article 245. pic.twitter.com/85Nex2xama

    — Rana SanaUllah Khan (@PresPMLNPunjab) May 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাকিস্তানে সরকার বদল ঘিরে দেশের ভিতরে পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে ৷ এর মধ্যে ইমরান খানের প্রতিবাদ মিছিল নিয়ে রাজধানীতে প্রবেশে সরকার গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলি নিয়ে দুশ্চিন্তায় পড়ে ৷ নিরাপত্তার স্বার্থে সরকার রেড জ়োনে সেনা নিয়োগ করেছে ৷ নির্দেশিকায় জানানো হয়েছে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট, সংসদ ভবন, প্রেসিডেন্সি, প্রধানমন্ত্রীর অফিস এবং অন্য উল্লেখযোগ্য সরকারি বিল্ডিংগুলির নিরাপত্তায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷

আরও পড়ুন : Pak Minister slams Imran Khan : সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচকে অবনতি, ইমরান সরকারকেই কাঠগড়ায় তুললেন তথ্যমন্ত্রী

ইসলামাবাদের ডি-চৌকে (D-Chowk) ইমরান খানের মিছিলের পথ রুখে দাঁড়ায় পুলিশ ৷ এতে দু'পক্ষের মধ্যে ঝামেলা বাধে ৷ এর আগে বুধবারই ইমরান খান তাঁর সমর্থকদের জানিয়েছিলেন, শেহবাজ শরিফ সরকার নতুন নির্বাচনের দিন ঘোষণা না-করা পর্যন্ত তারা যেন ডি-চৌক ছেড়ে না বেরয় ৷ সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হেরে গদিচ্যুত হন ৷ তিনি পাকিস্তানের সব বাসিন্দাকে তাদের নিজের নিজের শহরে রাস্তায় নেমে আসার ডাক দেন ৷ সত্যিকারের স্বাধীনতা পেতে মহিলা, বাচ্চাদেরও তাদের বাড়ির দরজায় এসে দাঁড়াতে বলেন ইমরান ৷

এই ঘটনায় পাকিস্তানের মানবাধিকার কমিশন টুইট করে লেখে, "আমরা বিশ্বাস করি সব নাগরিক ও রাজনৈতিক দলগুলির শান্তিপূর্ণ সমাবেশ এবং প্রতিবাদের অধিকার আছে ৷" সরকারের উত্তেজিত প্রতিক্রিয়া সংঘর্ষ আটকাতে পারেনি, বরং রাস্তাঘাটে এই বিশৃঙ্খলা তৈরি করেছে ৷ সরকার ও বিরোধী দলের নেতারা গণতান্ত্রিক পথে এখুনি আলোচনায় বসুন এবং অচলাবস্থা দূর করুন ৷ এটা তাদের দায়িত্ব, জানায় মানবাধিকার কমিশন ৷

পাকিস্তানের সংবাদমাধ্যম অনুযায়ী, প্রধানমন্ত্রী শেহবাজের পিটিআই মিছিলে নিষেধাজ্ঞার পরিণতি এই রাজনৈতিক অস্থিরতা ৷ বুধবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেফতারি আটকেছে ৷ পাশাপাশি ইসলামাবাদের এইচ-9 এলাকায় পিটিআই-এর ধরনায় বসার অনুমতি দিয়েছে ৷ পিটিআই শান্তিপূর্ণ প্রতিবাদ এবং সাধারণ মানুষ, সম্পত্তির কোনও ক্ষয়ক্ষতি না-করার প্রতিশ্রুতি দেয় ৷ এরপর সর্বোচ্চ আদালত এই নির্দেশ দেয় ৷

আরও পড়ুন : Imran Khan's Political Journey : বাইশ গজের মতো মধুর নয়, ক্রিকেটার থেকে নেতা ইমরানের যাত্রাপথ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.