ETV Bharat / international

RIP Panda An An: বিশ্বের সবচেয়ে বয়স্ক পান্ডা অ্যান অ্যানের মৃত্যু, শোকাহত ভক্তরা

author img

By

Published : Jul 22, 2022, 1:26 PM IST

হংকংয়ের ওসিয়ান পার্কে থাকত অ্যান অ্যান ৷ দুনিয়ার সবচেয়ে বেশি বয়স পর্যন্ত জীবিত জায়ান্ট পান্ডা বৃহস্পতিবার মারা যায় ৷ বয়স 35 হলেও মানুষের হিসেবে সে শতায়ু (RIP Panda An An) ৷

Male Panda An An Hong Kong Ocean Zoo
পুরুষ পান্ডা অ্যান অ্যান

হংকং, 22 জুলাই: চলে গেল বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডা অ্যান অ্যান । তাঁর মৃত্যুতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক শোকবার্তায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া ৷ এতগুলো বছর ধরে অ্যান অ্যানের ঠিকানা ছিল হংকং থিম পার্ক ৷ বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে পান্ডাটির, খবর হাসপাতাল সূত্রে ৷ মৃত্যুকালে অ্যান অ্যান-এর বয়স হয়েছিল 35, যা একটি মানুষের জীবনের 105 বছরের সমতুল্য ৷ স্বভাবতই মূহ্যমান বিশ্বের পশুপ্রেমীরা (Oldest Giant Panda An An Euthanizedn in Hong Kong Theme Parks Ocean park) ৷

ওসিয়ান পার্ক হংকং তাদের ফেসবুক পোস্টে লিখেছে, "আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ 21 জুলাই সবচেয়ে দীর্ঘ সময় ধরে পৃথিবীতে বেঁচে থাকা পুরুষ পান্ডা শতায়ু অ্যান অ্যানকে আমরা হারিয়েছি ৷ তাকে মানুষ ভালোবেসেছিল ৷ 35 বছরে শেষ হল অ্যান অ্যানের জীবন, যা মানুষের 105 বছরের সমতুল্য ৷" 1986 সালে মেনল্যান্ড চিনের সিচুয়ান প্রদেশে (China's Sichuan province) জন্ম অ্যান অ্যানের ৷ 1999-তে বেজিং হংকং-কে দু'টি পান্ডা উপহার দেয় ৷ তার মধ্যে একজন অ্যান অ্যান ৷ 1997-তে ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয় হংকং ৷ তার দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে হং কং-কে এই উপহার পাঠিয়েছিল বেজিং ৷

আরও পড়ুন: চিড়িয়াখানা থেকে জঙ্গলে ফিরছে চারটি রেড পান্ডা

ওসিয়ান পার্কে অ্যান অ্যানের সঙ্গী ছিল জিয়া জিয়া এবং দু'জনের জুটি জনপ্রিয় হয়েছিল ৷ সবচেয়ে বেশিদিন জীবিত থেকে জিয়া জিয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছিল ৷ 2016-য় 38 বছর বয়সে সে মারা যায় ৷ ডব্লিউডব্লিউএফ (World Wildlife Fund) অনুযায়ী বনে-জঙ্গলে পান্ডারা সাধারণত 14-20 বছর পর্যন্ত বাঁচে ৷ জিয়া জিয়া চলে যাওয়ার পর খানিকটা নিঃসঙ্গ হয়ে পড়েছিল অ্যান অ্যান ৷ 2021-এ তার শেষ জন্মদিন পালন হয়েছিল ৷ সেদিন প্রিয় ফল, বাঁশের বরফ কেক, পার্কের কর্মীদের হাতে বানানো বহু কেক খেতে দেওয়া হয়েছিল নিঃসঙ্গ অ্যান অ্যানকে ৷

অ্যান অ্যানের শরীরিক অবস্থা নিয়ে একটি বিবৃতিতে পার্ক কর্তৃপক্ষ জানান, বিগত কয়েক সপ্তাহ ধরে অ্যান অ্যানের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল ৷ সে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছিল ৷ খুব একটা ঘুরে বেড়াতেও দেখা যায়নি তাঁকে ৷ শেষমেশ তাই ইউথ্যানাশিয়া প্রক্রিয়ায় তাকে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় চিনের সংরক্ষণ এবং গবেষণা কেন্দ্র ৷ কর্তৃপক্ষ একটি শোকবার্তা লেখার বইও রেখেছেন ৷

ভারতের সিমরন সোখি লেখেন, "শান্তিতে বিশ্রাম নাও অ্যান অ্যান ৷ ভালো করে ঘুমাও হং মাও ৷" অ্যালিস থান্ডারল্যান্ড লিখেছেন, "অ্যান অ্যান, আনন্দে আর শান্তিতে থাকো ৷ তোমাকে সবসময় ভালোবাসি এবং মিস করব ৷"

জায়ান্ট পান্ডাদের বন্দি করে রাখা যায় না ৷ যদিও বিগত বেশ কিছু বছরে তাদের সংখ্যা কমে যাওয়ার পর সম্প্রতি ধীরে ধীরে তা আবার বেড়েছে ৷ বিগত দশকে তাদের সংখ্যা 17 শতাংশ বেড়েছে ৷ একসময় অবলুপ্ত শ্রেণির অন্তর্ভুক্ত ছিল এই পান্ডারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.