ETV Bharat / international

Militants Attack at Pakistan: পাক বায়ুসেনার প্রশিক্ষণ ঘাঁটিতে হানা, পালটা জবাবে নিকেশ জঙ্গি

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 4:25 PM IST

শনিবার ভোরে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে এক বায়ুসেনা ট্রেনিং বেসে হামলা চালায় জঙ্গিরা ৷ হামলায় দায় স্বীকার তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) নামে এক জঙ্গি সংগঠন ৷

ETV Bharat
পাক বায়ুসেনার ট্রেনিং বেসে জঙ্গি হামলা

ইসলামাবাদ, 4 নভেম্বর: এবার পাকিস্তানের বায়ুসেনা বাহিনীর একটি ট্রেনিং বেসে হামলা চালাল একদল জঙ্গি ৷ শনিবার ভোররাতে পঞ্জাব প্রদেশের ওই বায়ুসেনা বেসে জঙ্গিরা হামলা চালায় বলে জানিয়েছে পাক সেনা ৷ তবে ওই হামলার উপযুক্ত জবাব দিয়ে ওই জঙ্গিদের "নরকে পাঠানো হয়েছে" বলে জানিয়েছে পাকিস্তানের সেনা বাহিনী ৷

বিবৃতিতে পাক সেনা জানিয়েছে, পঞ্জাব প্রদেশের মিঞাওয়ালিতে বায়ুসেনার ট্রেনিং এয়ার বেসে এদিন হামলা চালায় 9 জঙ্গি ৷ এই হামলায় তিনটি নন-অপারেশনার যুদ্ধ বিমানের ক্ষতি হয়েছে ৷ একদিন আগেই পাকিস্তানের তিনটি বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে 17 জন সেনা জওয়ানকে খুন করেছে জঙ্গিরা ৷ তারপরেই ঘটল শনিবারের হামলার ঘটনা ৷

হামলাীকারী 9 জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানিয়েছে পাক সেনাবাহিনী ৷ পাশাপাশি, মিঞাওয়ালির ওই বায়ু সেনার ট্রেনিং বেসটিতে তল্লাশি অভিযানও শেষ বলে পাক সেনা জানিয়েছে ৷ বিবৃতিতে এই জঙ্গি হামলাকে 'কাপুরুষচিত ও ব্যর্থ' জঙ্গিহানা বলে ব্যাখ্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী ৷ বায়ুসেনার ওই ট্রেনিং বেস ছাড়াও আশপাশের এলাকাতেও এদিন জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হয় ৷ পাক সেনার দাবি, এই হামলায় বায়ুসেনার গুরুত্বপূর্ণ কোনও সম্পত্তির ক্ষতি হয়নি, তবে তিনটি অব্যবহৃত যুদ্ধবিমান খতিগ্রস্থ হয়েছে ৷ এই হামলায় দায় নিয়েছে তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) নামে এক জঙ্গি সংগঠন ৷ এই সংগঠনটি পাকিস্তানের তেহরিক-ই-তালিবান জঙ্গি গোষ্ঠীর মদতপুষ্ট বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: দিনে দু'টুকরো রুটি আর 'জল চাই, জল দাও' আতর্নাদ নিয়ে দিন কাটছে গাজার; দাবি রাষ্ট্রসংঘের

এই জঙ্গি হামলারব কড়া নিন্দা করেছেন পাকিস্তানের তদারকী প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার ৷ তিনি বলেন, "আমাদের নিরাপত্তা বিঘ্নিত করার কোনও চেষ্টা হলে কড়াভাবে তা প্রতিরোধ করা হবে ৷" উল্লেখ্য, একদিন আগেই পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ার 3টি এলাকায় জঙ্গি হানায় 17 জন সেনার মৃত্যু হয়েছে ৷ বালুচিস্তান শুক্রবারের জঙ্গি হানায় 14 জন সেনার মৃত্যু হয়, 2022 সালের নভেম্বরে পাক সরকারের সঙ্গে পাকিস্তানের তেহরিক-ই-তালিবান জঙ্গি গোষ্ঠীর সংঘর্ষ বিরতি চুক্তি শেষ হওয়ার পর কোনও জঙ্গি হানায় একসঙ্গে এতজন সেনা মারা যাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.