ETV Bharat / international

President of Singapore: সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হলেন ভারতীয় বংশোদ্ভূত তামিল থরমান শানমুগারত্নম

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 9:31 AM IST

Updated : Sep 2, 2023, 11:05 AM IST

উনবিংশ শতক থেকে থরমান শানমুগারত্নমের পরিবার সিঙ্গাপুরে বসবাস করছে ৷ এবার দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনিই ৷ 70 শতাংশেরও বেশি ভোটে বিরোধীদের পরাস্ত করেছেন তামিল থরমান ৷ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত থরমান শানমুগারত্নম

সিঙ্গাপুর, 2 সেপ্টেম্বর: সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ৷ সিঙ্গাপুরের নবম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন অর্থনীতিবিদ থরমান শানমুগারত্নম ৷ আগামী 6 বছর তিনি এই পদে থাকবেন ৷ 70 শতাংশেরও বেশি ভোট পেয়ে নির্বাচনে জিতেছেন তিনি ৷ বিদায়ী রাষ্ট্রপতি হালিমাহ ইয়াকবের মেয়াদ শেষ হচ্ছে 13 সেপ্টেম্বর ৷ 66 বছর বয়সি থরমান বলেন, "এটা আমার সৌভাগ্য ৷ দশকের পর দশক ধরে জাতীয় নীতিগুলি নিয়ে সমাজের বিভিন্ন স্তরে কাজ করেছি ৷ এবার সিঙ্গাপুরের পতাকাকে আন্তর্জাতিক স্তরে আরও উঁচুতে নিয়ে যেতে চাইব ৷" তিনি একদিকে অর্থনীতিবিদ, অন্যদিকে কবি ও খেলোয়াড় ৷

সিঙ্গাপুরের ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি সামাজিক মাধ্যমে লেখেন, "আপনি সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৷ আমার আন্তরিক শুভেচ্ছা রইল ৷ ভারত-সিঙ্গাপুরের মধ্যে কৌশলী সম্পর্ক আরও শক্তিশালী হোক ৷ আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি ৷"

  • Hearty congratulations @Tharman_s on your election as the President of Singapore. I look forward to working closely with you to further strengthen the India-Singapore Strategic Partnership.

    — Narendra Modi (@narendramodi) September 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1957 সালের 25 ফেব্রুয়ারি সিঙ্গাপুরে তামিল পরিবারের জন্মগ্রহণ করেন থরমান শানমুগারত্নম ৷ তাঁর পরিবার উনবিংশ শতক থেকেই প্রজন্মের পর প্রজন্ম ধরে সিঙ্গাপুরে রয়েছে ৷ থরমানের বাবা কে শানমুগারত্নম এমিরেটস প্রফেসর এবং ক্যানসার গবেষণার সঙ্গে যুক্ত বিশিষ্ট বিজ্ঞানী ৷ সিঙ্গাপুরে তিনি 'প্যাথলজির জনক' হিসেবে বিখ্যাত ৷ সিঙ্গাপুর ক্যানসার রেজিস্ট্রির প্রতিষ্ঠা করেছেন কে অধ্যাপক শানমুগারত্নম ৷

থরমান শানমুগারত্নম লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ইকোনমিক্সে স্নাতক স্তরের পড়াশোনা করেন ৷ এরপর তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওল্ফসন কলেজে ইকোনমিক্সে স্নাতকোত্তর স্তরের ডিগ্রি অর্জন করেন ৷ থরমান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েরও পড়ুয়া ৷ তিনি হার্ভার্ড কেনেডি স্কুল থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর স্তরের পাঠ শেষ করেন ৷ 2011 সালে তাঁকে সাম্মানিক ফেলোশিপ দেয় লন্ডন স্কুল অফ ইকোনমিক্স ৷

আরও পড়ুন: রাশিয়ার লুনা 25 ভেঙে পড়ে গর্ত চাঁদের মাটিতে ! ছবি পেল নাসার মহাকাশযান

2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত থরমান সিঙ্গাপুরের উপ- প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ 2019 সাল থেকে 2023 পর্যন্ত তিনি দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন ৷ 2023 সালের জুন মাসে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং সরকারি সব পদ থেকে ইস্তফা দেন ৷ সিঙ্গাপুরের শাসকদল পিপল'স অ্যাকশন পার্টি বা পিএপি থেকেও পদত্যাগ করেন ৷

সিঙ্গাপুর, 2 সেপ্টেম্বর: সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ৷ সিঙ্গাপুরের নবম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন অর্থনীতিবিদ থরমান শানমুগারত্নম ৷ আগামী 6 বছর তিনি এই পদে থাকবেন ৷ 70 শতাংশেরও বেশি ভোট পেয়ে নির্বাচনে জিতেছেন তিনি ৷ বিদায়ী রাষ্ট্রপতি হালিমাহ ইয়াকবের মেয়াদ শেষ হচ্ছে 13 সেপ্টেম্বর ৷ 66 বছর বয়সি থরমান বলেন, "এটা আমার সৌভাগ্য ৷ দশকের পর দশক ধরে জাতীয় নীতিগুলি নিয়ে সমাজের বিভিন্ন স্তরে কাজ করেছি ৷ এবার সিঙ্গাপুরের পতাকাকে আন্তর্জাতিক স্তরে আরও উঁচুতে নিয়ে যেতে চাইব ৷" তিনি একদিকে অর্থনীতিবিদ, অন্যদিকে কবি ও খেলোয়াড় ৷

সিঙ্গাপুরের ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি সামাজিক মাধ্যমে লেখেন, "আপনি সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৷ আমার আন্তরিক শুভেচ্ছা রইল ৷ ভারত-সিঙ্গাপুরের মধ্যে কৌশলী সম্পর্ক আরও শক্তিশালী হোক ৷ আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি ৷"

  • Hearty congratulations @Tharman_s on your election as the President of Singapore. I look forward to working closely with you to further strengthen the India-Singapore Strategic Partnership.

    — Narendra Modi (@narendramodi) September 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1957 সালের 25 ফেব্রুয়ারি সিঙ্গাপুরে তামিল পরিবারের জন্মগ্রহণ করেন থরমান শানমুগারত্নম ৷ তাঁর পরিবার উনবিংশ শতক থেকেই প্রজন্মের পর প্রজন্ম ধরে সিঙ্গাপুরে রয়েছে ৷ থরমানের বাবা কে শানমুগারত্নম এমিরেটস প্রফেসর এবং ক্যানসার গবেষণার সঙ্গে যুক্ত বিশিষ্ট বিজ্ঞানী ৷ সিঙ্গাপুরে তিনি 'প্যাথলজির জনক' হিসেবে বিখ্যাত ৷ সিঙ্গাপুর ক্যানসার রেজিস্ট্রির প্রতিষ্ঠা করেছেন কে অধ্যাপক শানমুগারত্নম ৷

থরমান শানমুগারত্নম লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ইকোনমিক্সে স্নাতক স্তরের পড়াশোনা করেন ৷ এরপর তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওল্ফসন কলেজে ইকোনমিক্সে স্নাতকোত্তর স্তরের ডিগ্রি অর্জন করেন ৷ থরমান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েরও পড়ুয়া ৷ তিনি হার্ভার্ড কেনেডি স্কুল থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর স্তরের পাঠ শেষ করেন ৷ 2011 সালে তাঁকে সাম্মানিক ফেলোশিপ দেয় লন্ডন স্কুল অফ ইকোনমিক্স ৷

আরও পড়ুন: রাশিয়ার লুনা 25 ভেঙে পড়ে গর্ত চাঁদের মাটিতে ! ছবি পেল নাসার মহাকাশযান

2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত থরমান সিঙ্গাপুরের উপ- প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ 2019 সাল থেকে 2023 পর্যন্ত তিনি দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন ৷ 2023 সালের জুন মাসে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং সরকারি সব পদ থেকে ইস্তফা দেন ৷ সিঙ্গাপুরের শাসকদল পিপল'স অ্যাকশন পার্টি বা পিএপি থেকেও পদত্যাগ করেন ৷

Last Updated : Sep 2, 2023, 11:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.