ETV Bharat / international

India on Sudan Violence: গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান, অন্য দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্র

author img

By

Published : Apr 19, 2023, 1:58 PM IST

সুদানের পরিস্থিতি এখনও সংকটজনক ৷ ছ'দিন ধরে সেখানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে ৷ রাজধানী খার্তুমে চলছে গুলি। হচ্ছে বিস্ফোরণও ৷ বহু ভারতীয় আটকে রয়েছে সেখানে ৷ ঘটনায় উদ্বিগ্ন মোদি সরকার ৷

Sudan
সুদান

নয়াদিল্লি, 19 এপ্রিল: উত্তপ্ত সুদান ৷ আফ্রিকা মহাদেশের এই দেশটির পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারত সরকারও ৷ শনিবারই গুলিতে এক ভারতীয়ের মৃত্যু হয়েছে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, ভারত হিংসায় উত্তপ্ত সুদানের দিকে নজর রাখছে ৷ সেখানে থাকা ভারতীয়রা যেন সুরক্ষিত থাকেন তা নিশ্চিত করতে অন্য় দেশগুলির সঙ্গে যোগাযোগ করছে মোদি সরকার ৷ সে দেশের অবস্থা সংকটজনক ৷ এই অবস্থায় মানুষের চলাফেরা করাটাও ঝুঁকিপূর্ণ ৷ বিদেশ মন্ত্রক ও ভারতীয় দূতাবাস নিরন্তর দেশের গতিবিধির উপর খেয়াল রাখছে ৷ সোমবার সকালে সুদানে আটকে থাকা ভারতীয়দের জন্য একটি কন্ট্রোল রুম খুলেছে বিদেশ মন্ত্রক ৷

গত শুক্রবার, 14 এপ্রিল থেকে দেশের সেনা ও আধাসেনা বাহিনীর মধ্যে গোলমালের সূত্রপাত ৷ ধীরে ধীরে তা বৃহত্তর আকার নেয় । আরও পরে গৃহযুদ্ধ শুরু হয় ৷ গত ছ'দিনে প্রায় 200 জনের মৃত্যু হয়েছে ৷ রাস্তায় এলোপাথাড়ি গুলি চলছে ৷ বিস্ফোরণ ঘটছে ৷ রাজধানী খার্তুমের বিভিন্ন রাস্তায় মৃতদেহ পড়ে রয়েছে ৷ সেখানে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মৃতদেহগুলি উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি ৷ ইতিমধ্যে এই যুদ্ধ থামাতে সেনা ও আধাসেনার প্রধানদের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছেন আমেরিকার স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন ৷

সুদানে থাকা ভারতীয়দের নিয়ে চিন্তিত দিল্লি ৷ সুদানের এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে আমেরিকা, ব্রিটেন, সৌদি আরব, আরব আমির শাহির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ আর সহযোগিতার জন্য ভারত এই দেশগুলির সঙ্গে যোগাযোগ করছে ৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যে সৌদি আরব এবং ইউএই-র বিদেশ মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন ৷ তাঁরা এস জয়শঙ্করকে তাঁদের সমর্থন জানিয়ে আশ্বস্ত করেছেন ৷ ভারত রাষ্ট্রসংঘের সঙ্গেও যুদ্ধ থামাতে যোগাযোগ করেছে ৷ পাশাপাশি আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত এবং লন্ডনে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি সংশ্লিষ্ট সরকারের আধিকারিকদের সঙ্গে সুদানের পরিস্থিতি নিয়ে কথা বলছেন ৷

আরও পড়ুন: সামরিক লড়াইয়ের জেরে সুদানে কর্ণাটকের 31 জন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.