Imran Khan in Trouble: আজই গ্রেফতার ইমরান খান ? প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলল পুলিশ

author img

By

Published : Mar 14, 2023, 6:45 PM IST

Heavy Police deployed outside Imran Khan House after Court issues arrest warrant in Toshakhana Case
বিপদ বাড়ছে ইমরান খানের ()

তোশাখানা মামলায় (Toshakhana Case) আজই কি গ্রেফতার হতে চলেছেন ইমরান খান ? তাঁর বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ (Heavy Police deployed outside Imran Khan House) ৷ জমায়েত শুরু করেছেন পিটিআই সদস্য ও সমর্থকরাও ৷

লাহোর, 14 মার্চ: ইমরান খানকে কি মঙ্গলবারই গ্রেফতার করা হবে ? এ নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে ৷ কারণ, এদিন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধানের বাড়ির বাইরে ভিড় জমাতে দেখা যায় সশস্ত্র পুলিশবাহিনীকে (Heavy Police deployed outside Imran Khan House) ৷ বাহিনীর সদস্যদের সাজসজ্জা দেখে মনে হচ্ছে, তাঁরা বুঝি যুদ্ধক্ষেত্রে এসেছেন ! বেলা যত গড়িয়েছে ইমরানের বাসভবনের বাইরে তত বেড়েছে পুলিশের সদস্যসংখ্য়া ৷ পাল্লা দিয়ে বেড়েছে পুলিশের গাড়ির আনাগোনাও ৷ অন্যদিকে, নেতাকে বাঁচাতে পুলিশের সামনে 'দেওয়াল' হয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন পিটিআই কর্মীরাও ৷ আর তার জেরেই চড়ছে উত্তেজনার পারদ ৷

প্রসঙ্গত, তোশাখানা মামলায় (Toshakhana Case) সোমবার ইমরান খানকে গ্রেফতার করার নির্দেশ দেয় ইসলামাবাদের একটি আদালত ৷ তার 24 ঘণ্টা কাটতে না-কাটতেই আসরে নামে পুলিশ ৷ তাদের তোড়জোড় দেখে মনে হচ্ছে, এদিনই হয়তো গ্রেফতার হতে পারেন ইমরান ৷ বর্তমানে জামান পার্কের বাসভবনে থাকেন ইমরান ৷ এদিন সকাল থেকে সেই বাড়ির বাইরে শুরু হয় পুলিশ মোতায়েনের প্রক্রিয়া ৷ এই বাহিনীর নেতৃত্বে রয়েছেন ইসলামাবাদ পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক ৷ তবে, পুলিশকে 'ফাঁকা মাঠে গোল দেওয়ার' সুযোগ দিতে নারাজ পিটিআই সদস্যরা ৷ তাঁরা জামান পার্কের সর্বত্র ছড়িয়ে পড়েছেন ৷ দল বেঁধে আটকে দিয়েছেন এলাকার সমস্ত রাস্তা ৷

এই অবস্থায় ইমরানের বাড়ির দিকে ধীর ধীরে এগোচ্ছে পুলিশ ৷ আশঙ্কা করা হচ্ছে, যেকোনও মুহূর্তে পুলিশের উপর হামলা চালানো হতে পারে ৷ সেই কারণেই 'ঢাল' দিয়ে নিজেদের আড়াল করে রেখেছেন পুলিশকর্মীরা ৷ পিটিআই কর্মীদের ঘটনাস্থল থেকে সরাতে ব্যবহার করা হচ্ছে জলকামান ও কাঁদানে গ্যাস ৷ কিন্তু, তার মধ্যেই পিটিআই সদস্যদের একাংশকে পুলিশের দিকে পাথর ছুড়তে দেখা গিয়েছে বলে দাবি সূত্রের ৷ এরই মধ্য়ে পিটিআইয়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পরিস্থিতি সম্পর্কে টুইট করা হচ্ছে ৷ দলের সদস্য ও সমর্থকরা যাতে আরও বেশি সংখ্য়ায় ইমরানের বাড়ির চারপাশে জড়ো হন, টুইটে সেই আবেদন করা হয়েছে ৷

আরও পড়ুন: ইমরান খানকে গ্রেফতার করতে পারল না পাক পুলিশ, মঙ্গলে আদালতে হাজিরা দেবেন প্রাক্তন প্রধানমন্ত্রী

ইসলামাবাদের ডিআইজি (অপারেশন) শাহজাদ বুখারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁদের কাছে ইমরান খানকে গ্রেফতার করার পরওয়ানা রয়েছে ৷ কিন্তু, পিটিআই সদস্যরা জমায়েত শুরু করায় আদালতের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করতে সমস্য়া হচ্ছে তাঁদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.