ETV Bharat / international

Donald Trump Booked: গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প, নিজেকে নির্দোষ দাবি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতির

author img

By

Published : Apr 5, 2023, 7:20 AM IST

Updated : Apr 5, 2023, 9:24 AM IST

মার্কিন পুলিশ ট্রাম্পকে হেফাজতে নেওয়ার পর শুনানি হয় আদালতে। যদিও আদালতে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থনে ট্রাম্প নিজেকে 'নির্দোষ' বলে দাবি করেন ৷

Etv Bharat
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নিউ ইয়র্ক, 5 এপ্রিল: নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে মঙ্গলবার আত্মসমর্পণ করার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই গ্রেফতার করা হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৷ মার্কিন পুলিশ ট্রাম্পকে হেফাজতে নেওয়ার পর শুনানি হয় আদালতে। যদিও আদালতে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থন করেন আমেরিকার প্রাক্তন আমেরিকার প্রথম নাগরিক । তাঁর দাবি তিনি কোনও অপরাধ করেননি ৷

অন্য়দিকে, ট্রাম্পের গ্রেফতারিতে অশান্তির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন ৷ পুলিশ জানিয়েছে, নিউ ইয়র্কের রাস্তায় ইতিমধ্যেই ট্রাম্প অনুগামীরা জড়ো হতে শুরু করেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তড়িঘড়ি নিরাপত্তা ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে গোটা নিউ ইয়র্ক শহরকে। আদালত চত্বরে ডোনাল্ড ট্রাম্পের ভিডিয়ো চালানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পর্নস্টার স্টর্মি ড্যানিয়েল সংক্রান্ত মামলায় আদালতে ঢোকার মুখেই মঙ্গলবার ট্রাম্পকে গ্রেফতার করে পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন রাষ্ট্রপতি গ্রেফতার হলেন। জানা গিয়েছে, 2016 সালে বিপুল পরিমাণ টাকা দিয়ে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের মুখ বন্ধ করানোর অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে। সেই মামলারই শুনানি চলছে।

আরও পড়ুন: অরুণাচলের 11টি জায়গার নাম বদল চিনের ! মোদিকেই দায়ী করল কংগ্রেস

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিপুল পরিমাণ টাকা ঘুষ দিয়েছিলেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ৷ পুলিশের দাবি, কোনও বড় ঘটনাকে চাপা দিতেই এই ঘুষ দিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ৷ সোমবারই আদালতে একজন সাক্ষী জানিয়েছিলেন, স্টর্মিকে টাকা ঘুষ দিয়েছিলেন ট্রাম্প ৷ পাশাপাশি স্টর্মি নিজেও জানিয়েছেন, আইনজীবী মারফৎ ট্রাম্প তাঁকে এক লক্ষ 30 হাজার ডলার দিয়েছিলেন ৷ অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ দাবি করেছেন, স্টর্মির সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প ৷ এরপরই সেই তথ্য় গোপন করতে এবং স্টর্মির মুখ বন্ধ করতে তাঁকে ঘুষ দেন তিনি ৷ এই আর্থিক লেনদেনের তথ্য় গোপন করার অপরাধেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয় ৷ যদিও এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছে ট্রাম্পের দল রিপাবলিকান ৷ তাঁর অনুগামীরা ইতিমধ্য়েই গোটা ঘটনাকে 'রাজনৈতিক ষড়যন্ত্র' হিসাবে দেগে দিতে চেয়েছেন ৷

যেহেতু অ্যালভিন ব্র্যাগ ডেমোক্র্যাট দলের সদস্য, তার জেরে রিপাবলিকানরা আরও বেশি করে রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্বকে সামনে আনতে চাইছেন ৷ যদিও সে বিষয়ে এখনও কিছু বলেননি ট্রাম্প নিজে ৷ গ্রেফতারের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, "আমি নির্দোষ" ৷ এবিষয়ে মুখ খুলতে চাননি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও ৷ উল্লেখ্য়, 2024 সালে ফের একবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প ৷

Last Updated :Apr 5, 2023, 9:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.