ETV Bharat / international

Turkey Earthquake Update: ধ্বংসলীলার 5 দিন পর জীবন্ত উদ্ধার একই পরিবারের 5 সদস্য !

author img

By

Published : Feb 11, 2023, 9:19 PM IST

five members of same family rescued after five days in Turkey Earthquake
চলছে উদ্ধারকাজ

ভূমিকম্পের পাঁচদিন পর তুরস্কের (Turkey Earthquake Update) একটি শহর থেকে একই পরিবারের পাঁচজন সদস্যকে উদ্ধার করা হল ! ঘটনায় উচ্ছ্বসিত উদ্ধারকারীরা ৷

আন্তাকিয়া (তুরস্ক), 11 ফেব্রুয়ারি: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের (Turkey Earthquake Update) দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারত ৷ তুরস্কের ইসকেন্দেরুন শহরে ভারতের তরফে একটি অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা হয়েছে ৷ সেই হাসপাতালে অসংখ্য মানুষের চিকিৎসা চলছে ৷ স্থানীয় বাসিন্দারা বলছেন, এই মুহূর্তে সবথেকে জরুরি হল চিকিৎসা পরিষেবা ৷ ভারতের তরফে সেই ব্যবস্থাই করা হয়েছে ৷ এদিকে, ইতিমধ্যেই ভূমিকম্পের জেরে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় 25 হাজার ! এই মৃত্যুমিছিলের মধ্যেই ঘটছে মন ভালো করা কিছু ঘটনা ৷ যেমন- শনিবার ধ্বংসস্তূপের নীচে থেকে একই পরিবারের পাঁচজন সদস্যকে জীবন্ত উদ্ধার করা হয় ! এই ঘটনায় কিছুক্ষণের জন্য হলেও খুশিতে ঝলমল করে ওঠে ঘটনাস্থলে উপস্থিত সকলের মুখ ৷

স্থানীয় সূত্রের জানা গিয়েছে, পাঁচজনের ওই পরিবারের সদস্যরা গত পাঁচদিন ধরে ধ্বংসস্তূপের নীচে আটকে ছিলেন ! এদিন প্রথমে পরিবারের কর্ত্রী হাব্বাকে টেনে বের করা হয় ৷ তাঁর সঙ্গেই বের করে আনা হয়, ওই মহিলার মেয়ে ফতমাগুলকে ৷ পরবর্তীতে মহিলার স্বামী এবং তাঁদের আরও এক মেয়ে এবং একমাত্র ছেলেকেও উদ্ধার করা হয় ৷ ঘটনাটি ঘটে গাজিয়ান্তেপ প্রদেশের নুরদাগ শহরে ৷ উদ্ধার হওয়া মহিলার স্বামীর নাম হাসান ৷ তাঁদের অন্য এক মেয়ে এবং ছেলের নাম যথাক্রমে জেইনেপ এবং সলতিক ৷

আরও পড়ুন: ধ্বংসস্তূপের নীচে মেয়ের দেহ, হাত ধরে বসে রয়েছেন বাবা ! ছবিতে চোখে জল বিশ্বের

উদ্ধারকারীরা মনে করছেন, এমন ঘটনা যত বেশি ঘটবে, তত তাঁদের মনোবল বাড়বে ৷ তাঁরা বলছেন, দিন যত এগোচ্ছে, ততই আক্রান্তদের জীবিত উদ্ধার করার সম্ভাবনা কমছে ৷ এই অবস্থায় একই পরিবারের পাঁচজন সদস্যকে জীবন্ত উদ্ধার করার ঘটনা কোনও জাদুর থেকে কম কিছু নয় !

এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, এমন দুর্যোগের পর কোনও আক্রান্ত কতদিন বেঁচে থাকবেন, তা এককথায় বলা মুশকিল ৷ এক্ষেত্রে অনেকগুলি বিষয় একসঙ্গে কাজ করে ৷ আক্রান্ত ব্যক্তির শারীরিক দৃঢ়তার থেকেও তাঁর দৃঢ় মনোবল এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ ৷ বিশেষজ্ঞদের দাবি, একজন মানুষ যদি মানসিকভাবে দৃঢ় হন, তাহলে এমন পরিস্থিতিতেও তিনি এক সপ্তাহ বা তারও বেশি দিন বেঁচে থাকতে পারেন ! কিন্তু, একসঙ্গে পরিবারের সকলে বেঁচে রয়েছেন এবং তাঁদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, এমন ঘটনা কমই ঘটে ৷

এদিকে, ধ্বংসস্তূপের নীচে প্রাণের সন্ধান পেতে উদ্ধারকারীরা প্রযুক্তির সাহায্য নিচ্ছেন ৷ ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিকমানের থার্মাল ক্যামেরা ৷ একইসঙ্গে, বিভিন্ন ধরনের ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সারনোর কাজ চলছে ৷ তবে, তাতে যাতে আটকে থাকা কেউ আহত না হন, সেদিকেও নজর রাখতে হচ্ছে ৷ এর ফলে উদ্ধারকাজের গতি কমছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.