ETV Bharat / international

Nepal Plane Crash: সামনে এল দুর্ঘটনাগ্রস্ত বিমানে পাঁচ ভারতীয় সওয়ারির নাম-পরিচয়

author img

By

Published : Jan 15, 2023, 7:30 PM IST

Five Indians among 15 Foreigners are identified in Nepal Plane Crash
দুর্ঘটনার পর ৷

নেপালের বিমান দুর্ঘটনায় (Nepal Plane Crash) উদ্বেগ বাড়ছে ভারতেও ৷ দুর্ঘটনাগ্রস্ত বিমানে সওয়ার ছিলেন পাঁচজন ভারতীয় (Five Indians among 15 Foreigners) ৷

নয়াদিল্লি, 15 জানুয়ারি: নেপালে দুর্ঘটনার কবলে পড়া বিমানটিতে (Nepal Plane Crash) সওয়ার 15 জন বিদেশির মধ্য়ে পাঁচজন ভারতীয়ও (Five Indians among 15 Foreigners) ছিলেন ৷ ইতিমধ্যেই সেই পাঁচজনের নাম ও পরিচয় জানা গিয়েছে ৷ এঁরা হলেন, অভিষেক কুশওয়াহা, বিশাল শর্মা, অনিল কুমার রাজভর, সনু জয়শওয়াল এবং সঞ্জয় জয়শওয়াল ৷ তবে, তাঁরা এখনও অক্ষত অবস্থায় রয়েছেন কি না, সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, রবিবারের এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত 67 জনের দেহ উদ্ধার করা হয়েছে ৷

এই প্রসঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে একাধিক টুইট করা হয়েছে ৷ তেমনই একটি টুইটে জানানো হয়েছে, "ইয়েতি এয়ারলাইন্সের অধীনস্ত একটি এটিআর-72 বিমান আজ দুর্ঘটনার কবলে পড়ে ৷ কাঠমাণ্ডু থেকে উড়ান শুরু করা ওই বিমানটি নেপালের পোখরা বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে ৷ নেপালের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের তরফে যে তথ্য পেশ করা হয়েছে, সেই অনুসারে দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে পাঁচজন ভারতীয় সওয়ার ছিলেন ৷"

  • An ATR-72 plane of Yeti Airlines crashed today near the Pokhara Airport while flying from Kathmandu. According to the info provided by Civil Aviation Authority of Nepal, 5 Indians were travelling on this flight. Rescue operations are underway. pic.twitter.com/rkLC3QbStn

    — IndiaInNepal (@IndiaInNepal) January 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: এই প্রথম নয়, বারবার বিমান দুর্ঘটনার সাক্ষী নেপাল !

ঘটনার পর থেকেই নেপালের ভারতীয় দূতাবাস লাগাতার সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছে ৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সকাল 10টা 33 মিনিটে কাঠমাণ্ডুর তিরুভবন আন্তর্জাতিক বিমানবন্দ থেকে উড়ান শুরু করে ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি ৷ এর মাত্র আধঘণ্টার মধ্যেই বেলা 11টা নাগাদ পোখরা বিমানবন্দরের কাছে সেটি ভেঙে পড়ে ৷ অবতরণের ঠিক আগেই এই দুর্ঘটনা ঘটে ৷ এই এলাকায় একটি নতুন ও একটি পুরনো বিমানবন্দর রয়েছে ৷ সেই দু'টি মাঝামাঝি অংশের সেতি নদীর অববাহিকায় বিমানটি ভেঙে পড়ে ৷

  • The loss of lives in a tragic plane crash in Nepal is extremely unfortunate. My thoughts & prayers are with the families of the bereaved. Om Shanti.

    — Jyotiraditya M. Scindia (@JM_Scindia) January 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দুর্ঘটনার পরই সংবাদমাধ্যম এবং সোশাল মিডিয়ায় বিমানের ধ্বংসস্তূপের ছবি ছড়িয়ে পড়ে ৷ সেই দৃশ্য এককথায় ভয়াবহ ও মর্মান্তিক ৷ তাতে দেখা গিয়েছে, বিমানের ধ্বংসস্তূপে আগুন জ্বলছে ৷ তা থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে ৷ দুর্ঘটনার পরই জরুরি বৈঠক ডাকেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ৷ উদ্ধারকাজে সংশ্লিষ্ট সমস্ত সরকারি বিভাগকে যত দূর সম্ভব সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.