ETV Bharat / international

Silicon Valley Bank Crisis: আর্থিক সংকটে থাকা সিলিকন ভ্যালি ব্যাংক কিনে নিল ফার্স্ট সিটিজেনস

author img

By

Published : Mar 27, 2023, 12:53 PM IST

ফার্স্ট সিটিজেনস ব্যাংকশেয়ার আইএনসি (First Citizens Bankshare Inc) ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন থেকে আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংক (Silicon Valley Bank Crisis) কিনে নিয়েছে ।

Silicon Valley Bank Crisis ETV Bharat
সিলিকন ভ্যালি ব্যাংক

নয়াদিল্লি, 27 মার্চ: আমেরিকায় ব্যাংকিং সংকটের মধ্যেই এই সংক্রান্ত একটি বড় খবর ! আর্থিক সংকটে পড়া আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংকটিকে (Silicon Valley Bank Crisis) কিনে নিয়েছে ফার্স্ট সিটিজেনস ব্যাংক । সিলিকন ভ্যালি ব্যাংককে আর্থিক সংকট থেকে বের করে আনতে ফার্স্ট সিটিজেনস ব্যাংকশেয়ার আইএনসি (First Citizens Bankshare Inc) ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনের থেকে এই ব্যাংকটিকে কিনে নিয়েছে ।

উল্লেখ্য, সিলিকন ভ্যালি ব্যাংকটি আর্থিক দেনায় জর্জরিত হয়ে যাওয়ার পর ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনকে এর নিয়ন্ত্রক করা হয় । সিলিকন ভ্যালি ব্যাংক কেনার পাশাপাশি ফার্স্ট সিটিজেন ব্যাংক তার সমস্ত আমানত এবং ঋণও কিনতে রাজি হয়েছে । ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনের পক্ষ থেকে এই সংক্রান্ত তথ্য জানানো হয়েছে (First Citizen buys Silicon Valley Bank)।

10 মার্চ সিলিকন ভ্যালি ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ছিল 167 বিলিয়ন মার্কিন ডলার । একই সময়ে, এর মোট আমানতের মূল্য ছিল 119 বিলিয়ন মার্কিন ডলার । যখন ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন সিলিকন ভ্যালি ব্যাংক কিনেছিল, তখন সেই চুক্তিতে 16.5 বিলিয়ন মার্কিন ডলার ছাড়ে প্রায় 72 বিলিয়ন মার্কিন ডলারে কেনা হয়েছিল ৷

আরও পড়ুন: যুদ্ধে ধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনে খরচ পড়বে 3 লক্ষ কোটিরও বেশি, জানাল বিশ্ব ব্যাংক

আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংকের সংকট অন্যান্য অনেক ব্যাংককেও গ্রাস করেছে । পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে এই সাম্প্রতিক পদক্ষেপ করল ফার্স্ট সিটিজেনস ব্যাংক ৷ তাৎপর্যপূর্ণভাবে আমেরিকা থেকে শুরু করে ইউরোপের সুইজারল্যান্ড ও জার্মানিতেও গিয়ে পৌঁছেছে ব্যাংকিং সংকট । শুক্রবার, জার্মানির বৃহত্তম ব্যাংক দয়েচে ব্যাংকের শেয়ার 15 শতাংশ কমেছে ৷

ফেডারেল রিজার্ভের সুদের হার মারাত্মক বৃদ্ধি পাওয়ায় ব্যাংকের ক্লায়েন্টরা তাঁদের অ্যাকাউন্ট থেকে বিলিয়নের পর বিলিয়ন অর্থ তুলে নেওয়ার ফলে ব্যাংকি সংকট বড় আকার ধারণ করে ৷ এ ছাড়াও পূর্বে নিরাপদ হিসাবে দেখা সম্পত্তির মূল্য — যেমন মার্কিন ট্রেজারি বিল এবং সরকার-সমর্থিত বন্ধকী সিকিউরিটিজ — নাটকীয়ভাবে কমে যাওয়ার পরেই ব্যংকিং ব্যবস্থার পতন ঘটে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.