ETV Bharat / international

Blast in Pakistan: পাকিস্তানে চিনা ইঞ্জিনিয়ারদের কনভয়ে জঙ্গি হামলা

author img

By

Published : Aug 13, 2023, 7:33 PM IST

Updated : Aug 13, 2023, 8:01 PM IST

এবার পাকিস্তানে জঙ্গি হামলার মুখে চিনা নাগরিকরা ৷ চিন থেকে এখানে কাজ করতে আসা ইঞ্জিনিয়ারদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয় ৷

Blast in Pakistan
পাকিস্তানে বিস্ফোরণ

ইসলামাবাদ, 13 অগস্ট: এবার পাকিস্তানে জঙ্গিদের নিশানায় চিনা ইঞ্জিনিয়ারদের কনভয় ৷ সাংবাদ সংস্থা জানিয়েছে, রবিবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গদরে চিনের ইঞ্জিনিয়ারদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয় ৷ গদর পুলিশ স্টেশনের কাছেই এই হামলার ঘটনা ঘটে ৷ আইইডি বিস্ফোরণ ঘটানো হয় বলে খবর ৷ পুলিশ জানিয়েছে, এদিন চিনের 23 জন ইঞ্জিনিয়ারকে নিয়ে যখন একাধিক গাড়ির কনভয় ওই এলাকা দিয়ে যাচ্ছিল সেই সময় ওই হামলার ঘটনা ঘটল ৷

আরও জানা গিয়েছে, ওই কনভয়ের মধ্যে থাকা একটি ভ্যানকে লক্ষ্য করে গুলি চালানো হয়, যার জেরে ওই গাড়ির কাঁচে ফাটলও ধরে যায় ৷ এই প্রসঙ্গে পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার এক আধিকারিক আমজাদ সোরমো জানিয়েছেন, পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা বাড়ছে ৷ এই বিষয়টিকে মাথায় রেখে পঞ্জাব পুলিশের স্বরাষ্ট্র বিভাগ এই প্রদেশে বসবাসকারী চিনা নাগরিকদের সতর্ক করেছে ৷ নিরাপত্তার জন্য তাঁদের বেসরকারি নিরাপত্তারক্ষীদের সাহায্য নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: 100 বছরের সবচেয়ে ভয়াবহ দাবানলের সাক্ষী আমেরিকা, হাওয়াইয়ে মৃত বেড়ে 89

গত সপ্তাহে এই বালুচিস্তানের পাঞ্জগুরেই এক ল্যান্ডমাইন বিস্ফোরণে একটি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ইস্তিয়াক ইয়াকুব প্রাণ হারান ৷ ওই বিস্ফোরণে আরও 6 জনের মৃত্যু হয় ৷ দূর নিয়ন্ত্রিত রিমোটের মাধ্যমে ওই বিস্ফোরণ ঘটানো হয় ৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই পুলিশ ও স্বরাষ্ট্র বিভাগ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্পে কর্মরত চিনা নাগরিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে একটি বৈঠক করে ৷ 2014 সালে পঞ্জাব প্রদেশের সরকার শুধুমাত্র বিদেশি নাগরিকদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে স্পেশাল প্রোটেকশন ইউনিট (এসপিইউ) গঠন করে ৷ এই ইউনিটের সদস্যদের মধ্যে রয়েছেন 3 হাজার 336জন কনস্টেবল, 187 জন ড্রাইভার, 20 জন ওয়্যারলেস অপারেটরস ও 244 জন প্রাক্তন সেনা ৷ বর্তমানে সাড়ে সাত হাজারেরও বেশি চিনা নাগরিক ও ইঞ্জিনিয়ার পাকিস্তানে বিভিন্ন প্রকল্পে কর্মরত ৷

Last Updated : Aug 13, 2023, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.