Chinese Spy Ship দিল্লির আপত্তি উড়িয়ে চিনা গুপ্তচর জাহাজ নোঙর করল শ্রীলঙ্কার বন্দরে

author img

By

Published : Aug 16, 2022, 2:10 PM IST

Chinese research ship arrives in Sri Lanka despite India, US concerns
দিল্লির আপত্তি উড়িয়ে চিনা গুপ্তচর জাহাজ নোঙর করল শ্রীলঙ্কার বন্দরে ()

দিল্লির আপত্তি উড়িয়ে চিনা গুপ্তচর জাহাজ (Chinese Spy Ship) ইউয়ান ওয়াং 5 (Yuan Wang 5) নোঙর করল শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে ৷ এই নিয়ে সরব হয়েছে শ্রীলঙ্কার কয়েকজন সাংসদ (Chinese spy vessel Yuan Wang 5 arrives in Sri Lanka)৷

কলম্বো, 16 অগস্ট: ভারতের আপত্তি সত্ত্বেও শ্রীলঙ্কার জলসীমায় এসে পৌঁছল চিনা গুপ্তচর জাহাজ (Chinese Spy Ship)৷ মঙ্গলবার দ্বীপরাষ্ট্রের হামবানটোটা বন্দরে নোঙর করেছে ট্র্যাকিং ও স্যাটালাইট সাপোর্ট জাহাজ ইউয়ান ওয়াং 5 (Yuan Wang 5)৷

অগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত মহাসাগরের উপর থেকে চিনা গুপ্তচর স্যাটালাইটকে এই জাহাজ সাহায্য করবে বলে জানতে পেরে তীব্র আপত্তি জানিয়েছিল দিল্লি (Chinese spy vessel Yuan Wang 5 arrives in Sri Lanka)৷ এর ফলে ভারতের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল ৷ ভারতের পাশাপাশি একই রকম উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকাও ৷ 11 অগস্ট হামবানটোটা বন্দরে ইউয়ান ওয়াং 5-এর পৌঁছনোর কথা থাকলেও তা পিছিয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন ৷ যদিও চিনা সরকার এই উদ্বেগকে ভিত্তিহীন বলে দাবি করার পর তাদের রণতরীকে প্রবেশের অনুমতি দেয় শ্রীলঙ্কার সরকার ৷ ভারতের দাবিকে তোয়াক্কা না করে শ্রীলঙ্কার জলসীমায় নোঙর করতে দেওয়া হয় চিনা জাহাজকে ৷

চিনের জাহাজ কলম্বোর বন্দরে এসে পৌঁছনোর পরই সে দেশের সাংসদেরা এর বিরুদ্ধে গলা চড়িয়েছেন ৷ শ্রীলঙ্কার তামিল প্রোগ্রেসিভ অ্যালায়েন্স নেতা তথা কলম্বোর সাংসদ মানো গণেশন বিবৃতি দিয়ে বলেছেন, "শ্রীলঙ্কার জলসীমায় চিনা (গুপ্তচর) জাহাজের আসাটা একেবারেই ঠিক নয় ৷ চিন অনেক দূরে ৷ আমাদের কাছাকাছি হল ভারত ৷ ভারত এই ঘটনাকে তাঁদের সুরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ বলে মনে করছে ৷ এটা একেবারেই যুক্তিযুক্ত ৷ ভারতই সেই দেশ যারা আমাদের সংকটের সময় 4 বিলিয়ন মার্কিন ডলার সাহায্য করেছে ৷"

আরও পড়ুন: অরুণাচলে ভারত-চিন সীমান্তে এক শ্রমিকের মৃত্যু, নিখোঁজ 18

ভারত মহাসাগরের উপর হামবানটোটা বন্দরটি কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ৷ বিশেষজ্ঞদের ধারণা, চিনের এই গুপ্তচর জাহাজ শ্রীলঙ্কার বন্দর থেকে স্যাটালাইট ও ব্যালিস্টিক মিসাইলের গতিবিধির উপর নজরদারি চালাতে পারবে ৷ যা ভারতের স্যাটেলাইট ও মিসাইল পরিকল্পনার জন্য ঝুঁকিপূর্ণ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.