ETV Bharat / international

Covid Deaths in China: করোনার সাম্প্রতিক দাপটে প্রাণ গিয়েছে 60 হাজারের, দাবি চিনের

author img

By

Published : Jan 15, 2023, 3:05 PM IST

China Claims 60 Thousand People Lost Lives by Coronavirus in recent time
প্রতীকী ছবি ৷

সাময়িক বিরতির পর করোনা সংক্রান্ত কিছু তথ্য প্রকাশ করল চিন ৷ প্রকাশ করা হল কোভিডে মৃতদের সংখ্য়া (Covid Deaths in China) ৷

বেজিং, 15 জানুয়ারি: করোনা নিয়ে শেষমেশ কিছু তথ্য প্রকাশ করল চিন ৷ বেজিংয়ের দাবি, গত বছরের ডিসেম্বর মাসের প্রথম থেকে হঠাৎই নতুন করে দেশে কোভিডের বাড়বাড়ন্ত শুরু হয় ৷ বিভিন্ন হাসপাতালে ভিড় বাড়তে থাকে করোনা আক্রান্তদের ৷ এই সময়সীমার মধ্যে এখনও পর্যন্ত চিনে প্রায় 60 হাজার মানুষের মৃত্যু হয়েছে (60 Thousand People Lost Lives by Coronavirus) ৷ সরকারের আরও দাবি, এই দফায় করোনার চূড়ান্ত সংক্রমণের ধাপ ইতিমধ্যেই পেরিয়ে এসেছে চিন ৷ তাদের পক্ষ থেকে গত কয়েক সপ্তাহের আংশিক করোনা রিপোর্টও প্রকাশ করা হয়েছে ৷ যদিও বিভিন্ন সূত্রের দাবি, এই হিসাবে নাকি জল মেশানো রয়েছে ! করোনায় আক্রান্ত ও প্রয়াতদের সংখ্যা (Covid Deaths in China) সরকার কমিয়ে দেখাচ্ছে বলেও নানা মহলে অভিযোগ উঠতে শুরু করেছে ৷

বেজিং প্রশাসনের দাবি হল, সাম্প্রতিক এই সময়সীমার মধ্যে চিনে শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হয়েছে 5 হাজার 503 জনের ৷ এছাড়া, কোমর্বিডিটি রয়েছে এমন বহু মানুষ এই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে 54 হাজার 435 জনের ৷ গত বছরের ডিসেম্বরের 8 (আট) তারিখ থেকে এই হিসাব দেওয়া হয়েছে ৷ একইসঙ্গে জানানো হয়েছে, এই রিপোর্টে মৃত্যুর যে তথ্যভাণ্ডার প্রকাশ করা হয়েছে, তা হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের মৃত্যুর পরিসংখ্যান ৷ অর্থাৎ এই সময়সীমার মধ্য়ে যে করোনা আক্রান্তরা বাড়িতে মারা গিয়েছেন, তাঁদের এই তালিকায় যোগ করা হয়নি ৷ এবং সরকারের তরফেও সেটা মেনে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: চিনে করোনা নীতির সমালোচনা, বন্ধ হাজারের উপর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট

সূত্রের দাবি, করোনায় মৃত্যু সংক্রান্ত যেসমস্ত পরিসংখ্যান চিন প্রকাশ্য়ে আনছে বা অতীতে এনেছে, তার সঙ্গে বাস্তবের বিরাট ফারাক রয়েছে ৷ এমনকী, অনেকেই দাবি করছেন, মৃত্যুর প্রকৃত সংখ্যা প্রকাশিত পরিসংখ্য়ানের দ্বিগুনেরও বেশি হবে ৷ কারণ, অতিমারি শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্য়া নথিভুক্ত করার ক্ষেত্রে বেজিং শুধুমাত্র শ্বাসকষ্টজনিত মৃত্যু বা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুগুলিকেই বিবেচনার মধ্যে আনছে ! ফলে এই পরিসংখ্যান থেকে কখনই কোভিডের ভয়াবহতা সম্পর্কে সম্যক ধারণা করা সম্ভব নয় ৷

প্রসঙ্গত, গত ডিসেম্বরের শুরুতে হঠাৎই চিনে ফের কোভিডের বাড়বাড়ন্তের খবর সামনে আসতে শুরু করে ৷ আর তার কয়েকদিনের মধ্যেই করোনা সংক্রান্ত তথ্য প্রকাশ করা বন্ধ করে দেয় বেজিং ৷ তখনই অভিযোগ উঠেছিল, তথ্য গোপন করতে এই পন্থা অবলম্বন করা হয়েছে ! তারপর এত দিনে চিন দাবি করছে, সংশ্লিষ্ট সময়ের মধ্য়ে দেশে 60 হাজার মানুষের মৃত্যু হয়েছে ৷ যা নিয়ে ইতিমধ্য়েই বিভিন্ন মহল সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.