ETV Bharat / international

Justin Trudeau Separation: বিয়ে ভাঙল প্রধানমন্ত্রীর! 'প্রিয় বান্ধবী'র হাত ছাড়লেন জাস্টিন

author img

By

Published : Aug 3, 2023, 9:06 AM IST

খানিকটা আকাশ ভেঙে পড়ার মতোই বিষয় ৷ বুধবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সামাজিকমাধ্যমে তাঁর বিবাহ-বিচ্ছেদের খবর দিয়েছেন ৷ জাস্টিন ও তাঁর স্ত্রী এবং সন্তানদের নিয়ে সাধারণের মধ্যে যথেষ্ট আগ্রহ আছে ৷ তরুণ প্রজন্মের কাছে এই দম্পতি কোথাও হয়তো আদর্শ হয়ে উঠেছিল ৷ এবার সেই ঘোর কাটল ৷

ETV Bharat
জাস্টিন ও সোফি ট্রুডো

ওটাওয়া, 3 অগস্ট: নিজেদের মধ্যে অনেকবার তাঁরা কথা বলেছেন ৷ তা বহুবার অর্থপূর্ণ হলেও সমস্যাও কম হয়নি ৷ তাই এবার আলাদা হচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও স্ত্রী সোফি ৷ বুধবার ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করে এমনই লিখেছেন বিশ্বের অন্যতম তরুণ এই রাষ্ট্রনায়ক ৷ নেতার কথায় অনেকেরই যে স্বপ্নের ঘোর কেটেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

2005 সালের 18 মে মনট্রিলে সোফি গ্রেগয়েরকে বিয়ে করেন রাজনীতিক জাস্টিন ৷ সে সময় সোফি মডেলিংয়ের পাশাপাশি একটি টিভি চ্যানেলের সঞ্চালকের কাজ করতেন ৷ এরপর দীর্ঘ 18টি বছর কেটে গিয়েছে ৷ এখন সোফি 48, আর জাস্টিনের বয়স 51 বছর ৷ তাঁদের তিন সন্তান । জেভিয়ার বয়স 15 বছর, এলার বয়স 14 এবং হাডরেনের বয়স 9 বছর ৷

Canada PM Justin Trudeau Insta Post
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত পোস্ট

আরও পড়ুন: কৃষক বিক্ষোভ সামলানোয় মোদি সরকারের প্রশংসা জাস্টিন ট্রুডোর

কানাডার এই প্রধানমন্ত্রীর জীবন নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে তরুণ প্রজন্মের মধ্যে ৷ জাস্টিন-সোফি যেন আদর্শ দম্পতির উদাহরণ, যাঁরা কোনও দিন একে অপরের হাত ছাড়বেন না ৷ অবশেষে সেটাই হল। কিন্তু শেষ বিবাহ বার্ষিকীর পোস্টেও সোফি সামাজিক মাধ্যমে লিখেছিলেন, "আমরা একসঙ্গে রোদ্রৌজ্জ্বল দিন থেকে শুরু করে প্রবল ঝড়ের মধ্যে দিয়ে গিয়েছি ৷ আর সে সব আমাদের দু'জনের মধ্যেই ৷"

বুধবার জাস্টিনের ইনস্টা পোস্ট যেন স্বপ্নের ঘোর কাটিয়ে দিল ৷ তিনি লিখেছেন, "সোফি আর আমি আপনাদের সঙ্গে কিছু বিষয় ভাগ করে নিতে চাই ৷ আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি ৷ এর আগে অনেকবার নিজেদের মধ্যে অর্থপূর্ণ এবং সমস্যাজনক কথোপকথন হয়েছে ৷ তারপর আমরা এটা ঠিক করেছি ৷"

সুখের দাম্পত্যে ফাটলের কারণ নিয়ে একটি কথাও বলেননি কানাডার প্রধানমন্ত্রী ৷ আলাদা থাকলেও পরিবারের চিড় ধরছে না ৷ জাস্টিন এরপর লেখেন, "আমরা গভীর ভালোবাসা দিয়ে গড়া একটি পরিবার হিসেবে থেকেছি, তেমনটাই থাকব ৷ একে অপরের প্রতি এবং সবকিছুর প্রতি শ্রদ্ধা অটুট থাকবে ৷ আমরা গড়েছি এবং এই গড়ার কাজটা চালিয়ে যাব ৷"

এর জন্য জাস্টিন-সোফির সন্তানদের উপর যেন কোনও আঁচ না-পড়ে ৷ তাই বাবা জাস্টিনের অনুরোধ, "আমাদের সন্তানরা যেন ভালো থাকে ৷ তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের এবং তাদের ব্যক্তিগত জীবনকে আপনারা শ্রদ্ধা করবেন ৷ ধন্যবাদ ৷"

ব্যস, এই তিনটি সংক্ষিপ্ত অনুচ্ছেদে স্ত্রী সোফি ও তাঁর সম্পর্কে ইতি টেনেছেন জাস্টিন ট্রুডো ৷ ইতিমধ্যে কানাডার প্রধানমন্ত্রীর অফিস একটি পৃথক বিবৃতি দিয়ে জানিয়েছে, "তাঁরা (জাস্টিন ও তাঁর স্ত্রী) আইনি চুক্তিতে স্বাক্ষর করেছেন ৷" তাহলে এখন থেকে সোফি জাস্টিনের প্রাক্তন স্ত্রী এবং জাস্টিনও প্রাক্তন স্বামী হলেন ৷

আরও পড়ুন: বিচ্ছেদ-বেদনা ভুলে বর্ষার আনন্দে মাতলেন নবনীতা, নতুন পোস্ট জিতুরও

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র অ্যালিসন মার্ফিও একটি বিবৃতি দিয়েছেন, "তাঁদের এই আলাদা হওয়ার সিদ্ধান্তের পক্ষে সবরকম আইনি এবং নৈতিক পদক্ষেপ করা হয়েছে ৷ এবার তাঁরা সন্তানদের নিরাপদে এবং ভালোবাসায় বড়ো করতে চান ৷ সেদিকেই মন দিয়েছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.