ETV Bharat / international

Global Buddhist Summit: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা নেবে ভারত, মোদির প্রশংসা করে দাবি বৌদ্ধ সন্ন্যাসীর

author img

By

Published : Apr 22, 2023, 10:57 AM IST

বিশ্ব বৌদ্ধ সম্মেলনে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করলেন দক্ষিণ কোরিয়ার বৌদ্ধ সন্ন্যাসী ভেন পমনিউন সুনিম ৷ তিনি জানালেন, মোদির শাসনকালে ভারতে বৌদ্ধ ধর্ম পুনরুজ্জীবন লাভ করেছে ৷

Global Buddhist Summit ETV BHARAT
Global Buddhist Summit

নয়াদিল্লি, 22 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালের প্রশংসা করলেন দক্ষিণ কোরিয়ার বৌদ্ধ সন্ন্যাসী তথা জংটো সোসাইটি এবং গাইডিং ধর্ম মাস্টারের প্রতিষ্ঠাতা ভেন পমনিউন সুনিম ৷ তিনি জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতে বৌদ্ধ ধর্ম পুনরুজ্জীবিত হয়েছে ৷ ওই বৌদ্ধ সন্ন্যাসী এও জানিয়েছেন, ভবিষ্যতে ভারত বিশ্বব্যাপী সংঘাতের আবহে শান্তিপূর্ণ সমাধানে সক্রিয় ভূমিকা পালন করবে ৷ ভারত ভবিষ্যতের অন্যতম বৃহৎ তিনটি অর্থনৈতিক দেশের মধ্যে জায়গা করে নেবে বলেও উল্লেখ করেছেন ৷

মূলত ভারতে বৌদ্ধ ধর্মের বিকাশ ও প্রচার নিয়ে পমনিউন সুনিমকে প্রশ্ন করা হয় ৷ তখনই তিনি প্রধানমন্ত্রী মোদির প্রশংসায় বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক মানুষের মনে আশার আলো জাগিয়েছেন ৷ তাঁর শাসনকালে ভারতে বৌদ্ধ ধর্ম পুনরুজ্জীবিত হয়েছে ৷ 2000 বছর আগে সমুদ্র পথে ভারত থেকে দক্ষিণ কোরিয়ায় বিস্তার হয়েছিল বৌদ্ধ ধর্মের ৷ আমরা যদি বুদ্ধের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করি, তাহলে আমরা বিশ্বের পরিবেশগত সমস্যার সমাধান করতে পারব । চারপাশে থাকা সংঘাতের পরিস্থিতিরও সমাধান করতে পারব ৷"

20-21 এপ্রিল পর্যন্ত দু’দিনের বিশ্ব বৌদ্ধ সম্মেলনে অংশগ্রহণকারী শীর্ষস্থানীয় বৌদ্ধ পণ্ডিতদের মধ্যে একজন ছিলেন পমনিউন সুনিম ৷ ভারতের সংস্কৃতি মন্ত্রক এবং আন্তর্জাতিক বৌদ্ধ কনফেডারেশনের যৌথ উদ্যোগে এই বিশ্ব বৌদ্ধ সম্মেলনের আয়োজন করা হয়েছিল ৷ সম্মেলনের থিম ছিল, 'সমসাময়িক চ্যালেঞ্জের প্রতিক্রিয়া: প্র্যাক্সিসের দর্শন ৷ সেখানে ভাষণ দিতে গিয়ে পমনিউন সুনিম জানিয়েছেন, বর্তমানে ভারত ক্রমশ উন্নত একটি দেশ হিসেবে উঠে আসছে ৷ তিনি মনে করেন, খুব শীঘ্রই ভারত বিশ্বের সেরা তিনটি অর্থনৈতিক শক্তিধর দেশ হিসেবে উঠে আসবে ৷

আরও পড়ুন: শান্তি ফিরুক, সুদান নিয়ে বৈঠকে জয়শঙ্কর-গুতেরেস

তবে, ভারতের আভ্যন্তরীণ যে সমস্যাগুলি রয়েছে, তা কখনই আর্থিক ছিল না বলেই মনে করেন পমনিউন সুনিম ৷ তাঁর মতে, ভারতের মহান মানব ইতিহাসকে ঘাঁটলে দেখা যাবে, বর্তমান যে সমস্যাগুলি তৈরি হয়েছে তা সাংস্কৃতিক ৷ তাই সমগ্র বিশ্ব সংঘাতে নেমেছে ৷ আর তাঁর বিশ্বাস, সেই সব সংঘাত ও দ্বন্দ্বের অবসান ঘটাতে শান্তিপূর্ণ উপায়ে ভারত বড় ভূমিকা নেবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.