US Air Force : বিমানের চাকায় লেগে মানুষের দেহাংশ ! জানাল মার্কিন বায়ু সেনা

author img

By

Published : Aug 18, 2021, 9:15 AM IST

সি-17 গ্লোবমাস্টার্স
সি-17 গ্লোবমাস্টার্স ()

বিমানের ভিতরে জায়গা না পেয়ে তার চাকা ধরে ঝুলছে কয়েকজন ৷ যে ভাবে হোক দেশ ছাড়তে হবে ৷ এই ভিডিয়ো দেখা গিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় ৷ বিমানটি ওড়ার একটু পরে খেলনার মতো মাটিতে পড়ে গেল তারা ৷ ওই বিমানের চাকাতে লেগে রয়েছে মানুষের দেহের অংশ, জানাল মার্কিন বায়ু সেনা ৷

ওয়াশিংটন, 18 অগস্ট : রবিবার কাবুল দখল করেছে তালিবানরা । খবর কানে পৌঁছাতেই শয়ে শয়ে মানুষ হামিদ কারজাই বিমানবন্দরে ছুটে গিয়েছে । দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে বিমানের চাকায় পর্যন্ত উঠে বসেছে তারা । আর বিমান ওড়ার পর সেই দৃশ্য... বিমানের চাকায় ঝুলছে মানুষ । কিছুক্ষণ পর উপর থেকে খেলনার মতো মাটিতে পড়ছে । এ যে কী ভয়ঙ্কর দৃশ্য ! সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োগুলি দেখে আঁতকে উঠছে মানুষ । এরই মধ্যে আরও একটা খবর শুনলে তো আরও অনেকে আঁতকে উঠবেন । ওই বিমানের চাকার তলা থেকে পাওয়া গিয়েছে মানুষের দেহাংশ । সম্প্রতি, আমেরিকার বায়ু সেনা জানিয়েছে, সি-17 গ্লোবমাস্টার্স-এর (C-17 Globemaster's) চাকা লাগানো থাকা অংশে বিমানের চাকার তলা থেকেও বহু মানুষের দেহাবশেষ, দেহাংশ পাওয়া গিয়েছে । এই বিমানটি কাবুল থেকে কাতারের (Qatar) আল উদেইদ এয়ারবেসে (Al Udeid Air Base) গিয়েছিল ৷"

সোমবার ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যায়, কাবুল বিমানবন্দর একটি বিমান উড়ছে আর কয়েকজন মানুষ ওই বিমানটির চাকা ধরে ঝুলছে ৷ বিমানটি ওড়ার কিছু পরেই তারা পড়ে যায় ৷ শুধু তাই নয় । বিমান ওড়ার সময় শয়ে শয়ে মানুষ সেখানে ভিড় করে ছিল । কেউ চাকার অংশে উঠে বসেছে । তো কেউ আবার বিমানের চাকা ধরে ঝুলছে । এই ভিডিয়োয় পরিষ্কার যে, মানুষ আফগানিস্তান ছেড়ে পালানোর জন্য যা খুশি করতে প্রস্তুত ৷ যাদের দেহাবশেষ পাওয়া গিয়েছে, হয় তারা ওই সি-17 বিমানের তলায় (undercarriage) কোথাও ছিল অথবা বিমান ওঠা-নামার চাকা (landing gear) ধরে ঝুলছিল ৷ বিমানটি ওড়বার সময় খুব জোরে "জি-ফোর্স" (G-force) শক্তি প্রয়োগ করায় তারা পড়ে যায় ৷

আরও পড়ুন : Kabul Evacuation : বিমান ওঠা-নামার জন্য খোলা কাবুল বিমানবন্দর, জানাল হোয়াইট হাউস

মার্কিন বায়ুসেনার সি-17 গ্লোবমাস্টার্স
মার্কিন বায়ুসেনার সি-17 গ্লোবমাস্টার্স

ওই বিবৃতিতেই জানানো হয়েছে, "রবিবার মার্কিন বায়ুসেনার সি-17 গ্লোবমাস্টার-3 কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ৷ আমেরিকাবাসীদের নিয়ে যেতে প্রয়োজনীয় সরঞ্জাম বোঝাই করা ছিল ওই বিমানে ৷ বিমান থেকে জিনিসপত্র নামানোর আগে শ'য়ে শ'য়ে আফগানিস্তানবাসী ওই বিমানটিকে ঘিরে ধরে ৷ এই বিশৃঙ্খল পরিস্থিতিতে বিমানকর্মীরা যত দ্রুত সম্ভব বিমান ওঠা-নামার জায়গাটি ছেড়ে চলে যান ৷ এর পর অনলাইনে ওই ভিডিয়ো দেখে সি-17 কাতারে নামলে তার চাকার অংশে মানুষের দেহাংশ পাওয়া যায় ৷"

মার্কিন বায়ু সেনা জানিয়েছে যে, বিশেষ তদন্ত বিভাগ (Office of Special Investigations) এই ঘটনাটি খতিয়ে দেখছে ৷ যদিও এই ভাবে ঠিক কত জন মারা গিয়েছেন, তা নির্দিষ্ট করে জানায়নি তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.