ETV Bharat / international

গাজার রকেট হানায় ইজরায়েলে এক ভারতীয় মহিলার মৃত্যু

author img

By

Published : May 12, 2021, 9:09 AM IST

জেরুজালেমের বিমান হানার জবাব দেওযার জন্য ইজরায়েল লক্ষ্য করে 100-র বেশি রকেট হানা করা হয় ৷ গাজার সন্ত্রাসবাদী দের সঙ্গে লড়াইয়ে ইজরায়েলের তরফে প্রথম মৃত্যু হয় সৌম্যর ৷

গাজার রকেট হানা
গাজার রকেট হানা

জেরুজালেম, 12 মে : গাজায় হামাস ইসলামিস্ট আন্দোলন থেকে ছোড়া দক্ষিণ ইজরায়েলে রকেটে হামলায় এক ভারতীয় সহ দুই মহিলার মৃত্যু হয়েছে ৷ এছাড়া আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন ৷ এর আগে ইজরায়েল সেনা গাজায় এয়ার স্ট্রাইক করে ৷

মৃতদের মধ্যে 32 বছরের এক ভারতীয় মহিলা সৌম্য সন্তোষ আছেন ৷ সৌম্য ইজরায়েলে আয়ার কাজ করতেন ৷ একটি রকেট সৌম্যর বাড়িতে আঘাত হানে, তাতেই মৃত্যু হয় তাঁর ৷ তবে সন্তোষের স্বামী ও নয় বছরের কন্যা সুরক্ষিত আছেন ৷

জেরুজালেমের বিমান হানার জবাব দেওযার জন্য ইজরায়েল লক্ষ্য করে 100-র বেশি রকেট হানা করা হয় ৷ গাজার সন্ত্রাসবাদী দের সঙ্গে লড়াইয়ে ইজরায়েলের তরফে প্রথম মৃত্যু হয় সৌম্যর ৷

রকেট হানায় ইজরায়েলের বাড়ি ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে
রকেট হানায় ইজরায়েলের বাড়ি ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে

মঙ্গলবার হামাসের তরফে দাবি করা হয়, ইজরায়েলের আইরন ডোম ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করতে 5 মিনিটের ব্যবধানে 137 টি রকেট ছোড়া হয় ৷ এক ঘণ্টার কম সময়ের মধ্যেই দুটি ভিন্ন আক্রমণে দুই মহিলার মৃত্যু হয় ৷

গাজার রকেট হানা
গাজার রকেট হানা

সারাদিন ধরে বেশ কয়েকটি বাড়িতে ক্রমাগত বর্ষণ করা হয়েছে ৷ তাই ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দৃরত্বে থাকার পরামর্শ দিয়েছে ৷

ইজরায়েল সেনা বাহিনী সূত্রে খবর, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত 630টির বেশি রকেট ফায়ার করা হয়ছে ৷ যদিও তার মধ্যে 200 টি আইরন ডোম মিজাইল ডিফেন্স সিস্টেমে আটকে যায় ৷ অন্যদিকে আরও 150টি রকেট লক্ষ্যভ্রষ্ট হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.