ETV Bharat / international

বাহরিনে 200 বছরের পুরোনো মন্দিরের পুনর্নির্মাণ প্রকল্পের শিলান্যাস মোদির

author img

By

Published : Aug 25, 2019, 2:20 PM IST

Updated : Aug 25, 2019, 2:52 PM IST

আজ প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 16,500 বর্গ ফুট জমিতে চারতলা নতুন ভবন নির্মাণ করা হবে যার উচ্চতা হবে প্রায় 30 মিটার ৷ মন্দিরের 200 বছরের ঐতিহ্য সেখানে তুলে ধরা হবে ৷ নতুন কমপ্লেক্সে থাকবে গর্ভগৃহ, প্রার্থনা হল ৷

নরেন্দ্র মোদি

মানামা (বাহরিন), 25 অগাস্ট : বাহরিনে 4.2 মিলিয়ন ডলারে মন্দির পুনর্নির্মাণ প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাহরিনের রাজধানী মানামাতে 200 বছরের পুরোনো ওই কৃষ্ণ মন্দিরের পুনর্নির্মাণ হবে ৷

16,500 বর্গ ফুট জমিতে চারতলা নতুন ভবন নির্মাণ করা হবে যার উচ্চতা হবে প্রায় 30 মিটার ৷ মন্দিরের 200 বছরের ঐতিহ্য সেখানে তুলে ধরা হবে ৷ নতুন কমপ্লেক্সে থাকবে গর্ভগৃহ, প্রার্থনা হল ৷ সেখানে হিন্দু প্রথা মেনে বিয়ে ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের সব রকম সুবিধা থাকবে ৷ ওয়েডিং ডেস্টিনেশন হিসেবে প্রোমোট করা হবে বাহরিনকে ৷

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে বাহরিন সফরে গেছেন নরেন্দ্র মোদি ৷ আজ মানামাতে অবস্থিত শ্রীনাথজি মন্দিরে পুজো দেন ৷ মন্দির পুনর্নির্মাণ প্রকল্পের ফলক উন্মোচন করেন ৷

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার টুইট করেন, 'আন্তরিকতা ও ভালোবাসার জন্য ধন্যবাদ বাহরিন ৷ ঐতিহাসিক শ্রীনাথজি মন্দিরে প্রার্থনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বাহরিন সফর শেষ করলেন ৷'

New Delhi, Aug 25 (ANI): British High Commissioner to India Sir Dominic Asquith on Sunday paid tribute to former Union Minister Arun Jaitley at the latter's residence and recalled him as 'a man people in Britain treasured'. Speaking to ANI, Asquith said: "Jaitley was a man that many people in Britain treasured, knew well, worked with, valued him for his wisdom, gentleness and humour. He will be much missed." Mortal remains of Jaitley were brought to his residence in South Delhi on Saturday from All India Institute of Medical Sciences (AIIMS), where he breathed his last. His final journey will begin from BJP headquarters to the Nigambodh Ghat, where the last rites will be performed. The former finance minister passed away, at the age of 66, at the All India Institutes of Medical Sciences, New Delhi on Saturday. He was admitted to the AIIMS earlier this month after he complained of restlessness. He was placed under observation at the hospital's Cardio Neuro Centre.
Last Updated : Aug 25, 2019, 2:52 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.