ETV Bharat / international

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কোরোনার ভ্যাকসিন তৈরির দলে কলকাতার যুবতি

author img

By

Published : Apr 27, 2020, 7:03 PM IST

Updated : Apr 27, 2020, 7:16 PM IST

কলকাতার চন্দ্রা দত্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কোরোনা ভাইরাসে ভ্যাকসিন তৈরির দলে রয়েছেন । তিনি ভ্যাকসিনের উৎপাদনের গুণমানের দিকটি তদারকি করেন ।

চন্দ্রা দত্ত
চন্দ্রা দত্ত

অক্সফোর্ড, 27 এপ্রিল : কোরোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির উদ্যোগ নিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় । টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কোরোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির এই দলে রয়েছেন কলকাতার এক যুবতি ।

34 বছর বয়সি চন্দ্রা দত্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কোয়ালিটি অ্যাসিওরেন্স ম্যানেজারের পদে কাজ করেন । এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোরোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির উপর যে কাজ হচ্ছে, সেই দলের গুরুত্বপূর্ণ সদস্যা চন্দ্রা ৷ কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের দুই বিজ্ঞানীর উপর এই ভ্যাকসিন প্রয়োগও করা হয় । বর্তমানে তাঁরা সুস্থ আছেন বলেই খবর ।

চন্দ্রা দত্তর বাড়ি কলকাতায় টালিগঞ্জে । গোখেল মেমোরিয়াল স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি বায়োটেকনোলজি ও ইঞ্জিনিয়ারিংয়ে B.Tech করেন । 2009 সালে বায়োসায়েন্সে স্নাতকোত্তর পড়াশোনা করতে তিনি ব্রিটেনে যান । তারপর কয়েক জায়গায় কাজের পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করেন ।

চন্দ্রা ভ্যাকসিনের উৎপাদনের গুণমানের দিকটি তদারকি করেন । ভ্যাকসিন তৈরির সময় কোনও সমস্যা দেখা দিলে তা সমাধানের দায়িত্বে রয়েছেন তিনি । বর্তমানে বাড়ি থেকেই কাজ করছেন চন্দ্রা । তিনি বলেন, "ভ্যাকসিনটি ক্লিনিকাল পরীক্ষায় ব্যবহার করা যাবে জেনে আমি খুশি হয়েছি ৷ আমার কাছে এটা একটা প্রাপ্তির মতো ৷ আমরা দিনটি উদযাপন করি ।"

তিনি আরও বলেন, "আমি সব সময় ওষুধ শিল্পের সঙ্গে কাজ করেছি । আমি মনে করি, মানব জীবনেক আরও উন্নত করা আমাদের লক্ষ্য । তবে, এর আগে আমার এরকমও কোনও অভিজ্ঞতা হয়নি । মানুষের জীবনকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে এই ভ্যাকসিন খুবই দরকার ।" বিগত এক মাস ধরে গোপনে এই কাজ করছিলেন বলে জানান চন্দ্রা ।

অন্যদিকে টালিগঞ্জের গল্ফ গার্ডেনের ফ্ল্যাটে থাকা বাবা-মাও খুশি মেয়েকে নিয়ে । চন্দ্রার বাবা সমীরকান্তি দত্ত বলেন, "আমার মেয়ে পরিশ্রমী । আমি ওদের পুরো দলের সাফল্য কামনা করি । আমার মেয়ে যে এমন একটা কাজের সঙ্গে যুক্ত তাতে আমি গর্বিত ।" গত বছর ডিসেম্বরে কয়েক সপ্তাহের জন্য চন্দ্রা বাড়ি এসেছিল বলে জানান সমীরবাবু ।

আগামী মাসে ব্রিটেনের 800জনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করার পরিকল্পনা করেছে চন্দ্রার এই দল । যদি এই ট্রায়াল সফল হয়, তাহলে তারা কেনিয়া সরকারের কাছে অনুমতি চাইবে । প্রথমে এই ভ্যাকসিন ব্রিটেনে ব্যবহার করা হবে বলে জানান চন্দ্রা ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে যে দু'জনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তাঁদের মধ্যে একজন ডঃ এলিসা গ্র্যানাতো । তিনি ওই বিশ্ববিদ্যালয়েরই মাইক্রোবায়োলজিস্ট । অন্যজন ক্যানসার গবেষক এডওয়ার্ড ও নিল । গতকাল সকাল থেকে এলিসার মৃত্যুর খবর সোশাল মিডিয়ায় ছড়াতে থাকে । তবে, গতকাল বিকেলে সুস্থ আছেন বলে নিজেই টুইট করে সকলকে জানান এলিসা ।

Last Updated : Apr 27, 2020, 7:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.