ETV Bharat / international

অ্যাস্ট্রাজ়েনেকা-অক্সফোর্ডের ভ্যাকসিনে অনুমোদন ব্রিটেনের

author img

By

Published : Dec 30, 2020, 5:40 PM IST

Britain government approves Astra Zeneca  COVID-19 vaccine
অ্যাস্ট্রাজ়েনেকার ভ্যাকসিন অনুমোদন ব্রিটেনের

মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির তরফে ব্রিটেন সরকারকে একটি প্রস্তাব দেওয়া হয় । প্রস্তাবনায় বলা হয়, জরুরিভিত্তিতে কোরোনার ভ্যাকসিন প্রয়োগে অনুমোদন দেওয়া হেক । সেই প্রস্তাব গ্রহণ করে ব্রিটেন সরকার ।

লন্ডন, 30 ডিসেম্বর : অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজ়েনেকার তৈরি কোরোনা ভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিল ব্রিটেন । জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে । ভ্যাকসিনের ডোজ় দু'বার দেওয়া হবে বলে জানা গেছে ।

আরও পড়ুন : বয়স্ক ও অল্পবয়সি প্রাপ্তবয়স্কদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে অক্সফোর্ডের ভ্যাকসিন : অ্যাস্ট্রাজ়েনেকা

কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে । ব্রিটেনে প্রথম কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া যায় । কোরোনার নতুন স্ট্রেন 70 শতাংশ বেশি হারে সংক্রমণ ছড়াচ্ছে বলে দাবি বিজ্ঞানীদের । যা নিয়ে ইতিমধ্যে আগাম সতর্কতা অবলম্বন করেছে সমস্ত দেশ । ভারতের তরফে ইতিমধ্যে ব্রিটেনের সঙ্গে সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে । 7 জানুয়ারি পর্যন্ত সেই নির্দেশিকা কার্যকরী থাকবে । এই পরিস্থিতিতে মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির প্রস্তাব গ্রহণ করেছে ব্রিটেন সরকার । এজেন্সির তরফে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল ।

আরও পড়ুন : অ্যাস্ট্রাজ়েনেকার ট্রায়ালে মৃত স্বেচ্ছাসেবী কোনও ভ্যাকসিন গ্রহণ করেনি : রিপোর্ট

ব্রিটেনের পাশাপাশি দক্ষিণ আফ্রিকাতেও কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া গেছে । নতুন স্ট্রেনের প্রভাব ঠিক কতটা তা আপাতত পর্যবেক্ষণ করছে অ্যাস্ট্রাজ়েনেকা । তাদের আশা, নতুন ভ্যাকসিন কোরোনার উপর কার্যকরী হবে । অ্যাস্ট্রাজ়েনেকা ও অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিন সবমিলিয়ে 70.4 শতাংশ কার্যকরী । দু'টি সম্পূর্ণ ডোজ় দিলে 62 শতাংশ কার্যকরী । অন্যদিকে ছোটো ছোটো দলে প্রথমে অর্ধেক ও পরে সম্পূর্ণ ডোজ় দিলে তা 90 শতাংশ কার্যকরী বলে দাবি অ্যাস্ট্রাজ়েনেকার । এদের মধ্যে কোন ডোজ়ের অনুমোদন দেওয়া হয়েছে তা স্পষ্ট করেনি অ্যাস্ট্রাজ়েনেকা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.