ETV Bharat / international

কোরোনা চিকিৎসায় স্টেরয়েড ডেক্সামেথাসোনে অনুমোদন ব্রিটেনের

author img

By

Published : Jun 18, 2020, 3:45 AM IST

কোরোনা চিকিৎসায় ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে ডেক্সামেথাসোন ব্যবহারে ৷ ভেন্টিলেশনে থাকা বা অক্সিজেন ব্যবহারকারী গুরুতর অবস্থায় থাকা রোগীদের মৃত্যুর হার কমছে অনেকটাই ৷ তাই স্টেরয়েড ডেক্সামেথাসোন ব্যবহারে অনুমোদন দিল ব্রিটেন সরকার ৷

ডেক্সামেথাসোন
ডেক্সামেথাসোন

লন্ডন, 17 জুন : স্টেরয়েড ডেক্সামেথাসোন ব্যবহারের জন্য ন্যাশনাল হেলথ সার্ভিসকে অনুমোদন দিল ব্রিটেন সরকার ৷ কোরোনা চিকিৎসায় প্রথম এই ওষুধের মাধ্যমে গুরুতর অসুস্থ রোগীদের মৃত্যুর হার কমছে বলে জানা যায় ৷

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে এই ওষুধের ট্রায়ালের পর ইতিবাচক ফল পাওয়া যায় ৷ তারপরই অক্সিজেন বা ভেন্টিলেটারে থাকা কোরোনা আক্রান্ত রোগীদের জন্য সস্তা ও সহজলভ্য এই স্টেরয়েড ব্যবহারে অনুমোদন দেওয়া হয় ৷ কোরোনা চিকিৎসায় এত বড় সাফল্যের জন্য রাষ্ট্রের অধীনে হওয়া ট্রায়ালের প্রশংসা করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ এই স্টেরয়েড কোরোনায় মৃত্যুর হার অনেকাংশে কমিয়ে দেয় ৷

বরিস জনসন বলেন, "ব্রিটেনের বিজ্ঞানীদের জন্য আমি গর্বিত ৷ ব্রিটেন সরকারের তহবিলের সাহায্যে বিজ্ঞানীরা বিশ্বের মধ্যে প্রথম কোরোনার জন্য এমন চিকিৎসা আবিষ্কার করেছেন, যা মৃত্যুর হার কমায় ৷"

বিজ্ঞানীদের মতে, কোরোনায় আক্রান্ত রোগীদের মধ্যে এই ওষুধ মৃত্যুর হার কমিয়ে দেয় ৷ যে সমস্ত রোগীরা ভেন্টিলেশনে রয়েছেন, তাঁদের মৃত্যুর হার 35 শতাংশ পর্যন্ত ও যে সমস্ত রোগীদের অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁদের মৃত্যুর হার 20 শতাংশ পর্যন্ত কমিয়ে দেয় এই স্টেরয়েড ৷

ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক বলেন, কোরোনার উপযুক্ত চিকিৎসার জন্য ডেক্সামেথাসোনের ব্যবহার করা হবে ৷ "আমাদের বিজ্ঞানীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এক বিশাল সাফল্য অর্জন করেছেন ৷"

ব্রিটেন সরকারের রপ্তানির তালিকাভুক্ত করা হয়েছে এই স্টেরয়েড ৷প্রায় 1,77,000 কোরোনা আক্রান্ত রোগীর উপর এই ট্রায়াল করা হয়েছিল ৷ যা বিশ্বের মধ্যে বৃহত্তম ট্রায়াল বলে জানিয়েছে ব্রিটেন সরকার ৷

পরবর্তী সময়ে অ্যাজ়িথ্রোমাইসিন ও লোপিনাভির-রিটোনাভারের মতো ওষুধের উপরও ট্রায়াল করা হবে ৷ কোরোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন যে দিকগুলিতে কাজ করে না, সেই দিকগুলিতেই ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে ডেক্সামেথাসোনের ব্যবহারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.