ETV Bharat / international

কোরোনার জাল ভ্যাকসিন নিয়ে সতর্ক করল সুইসমেডিক

author img

By

Published : Jan 13, 2021, 6:53 PM IST

মঙ্গলবার সুইজারল্যান্ডের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা সুইসমেডিক একটি বিবৃতি জারি করে৷ সেখানে অনলাইনে কোরোনার ভ্যাকসিন কেনা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে৷ ওই ভ্যাকসিনগুলি ভুয়ো বলেই সুইসমেডিকের দাবি৷

swiss-regulator-warns-of-fake-covid-19-vaccines
কোরোনার জাল ভ্যাকসিন নিয়ে সতর্ক করল সুইসমেডিক

জেনেভা, 13 জানুয়ারি : কোরোনা ভাইরাসের ভ্যাকসিন অনলাইনে কেনার বিষয়ে সতর্কতা জারি করল সুইজারল্যান্ডের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা সুইসমেডিক৷ তাদের দাবি, অনলাইনে ইতিমধ্যেই যে কোরোনার ভ্যাকসিনগুলি বিক্রির কথা বলা হচ্ছে, তা জাল৷ আর এটা মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বলে জানিয়েছে ওই সংস্থা৷

সুইসমেডের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যাঁরা অনলাইনে টাকা দিয়ে অর্ডার দিয়েছিলেন, তাঁরা কোনও ভ্যাকসিন পাননি৷ ফলে এর সঙ্গে কোনও অসাধু চক্র যে জড়িয়ে আছে, তা স্পষ্ট হয়ে যাচ্ছে৷ ওই সংস্থার দাবি, অনলাইনে পাওয়া এই ভ্যাকসিনে হয় কোনও উপাদান নেই৷ অথবা কোনও ক্ষতিকারক উপাদান দিয়েই এই ভ্যাকসিন তৈরি হয়েছে৷

ওই সংস্থার বক্তব্য, কোনও ওষুধ প্রস্তুতকারক সংস্থাই এই ভ্যাকসিন তৈরি করতে পারে৷ আর এটা প্রস্তুত করা থেকে তা দেওয়া পর্যন্ত শীতাতপ ব্যবস্থার মধ্যে রাখা প্রয়োজন৷ সেই কারণেই অনলাইনে পাওয়া ভ্যাকসিনকে তারা ভুয়ো বলে দাবি করছে৷ তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে তাদের বার্তা যে ভ্যাকসিন নিতে আগে চিকিৎসকের পরামর্শ দেওয়া উচিত৷ আর ভ্যাকসিন সরকারি জায়গা থেকেই নিতে পরামর্শ দিয়েছে তারা৷

আরও পড়ুন : দেশের 11টি শহরে কোভ্যাকসিন পাঠাল ভারত বায়োটেক

উল্লেখ্য, বিশ্বের অনেক দেশই কোরোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছে৷ ভারতেও আগামী 16 জানুয়ারি থেকে কোরোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে৷ ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে কোরোনার ভ্যাকসিন পৌঁছাতে শুরু করেছে৷ ভারত সরকারের নিয়ন্ত্রক সংস্থা আপাতত জরুরি ভিত্তিতে কোভিশিল্ড ও কোভ্যাকসিনকেই ব্যবহারের অনুমতি দিয়েছে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.