ETV Bharat / international

কোরোনা আতঙ্কে প্রাসাদ ছাড়লেন রানি এলিজা়বেথ

author img

By

Published : Mar 23, 2020, 11:58 AM IST

কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজা়বেথ বাকিংহাম প্যালেস থেকে উইন্ডসর প্রাসাদে স্থানান্তরিত করলেন ৷ বাকিংহাম প্যালেসের কর্মী কোরোনা আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

queen Elizabeth
ইংল্যান্ডের রাণী এলিজাবেথ (II)

লন্ডন, 23 মার্চ: সংক্রমণ থেকে বাঁচতে রাজপ্রাসাদ ছাড়তে বাধ্য হলেন ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজা়বেথ ৷ দক্ষিণ-পূর্ব লন্ডনে অবস্থিত উইন্ডসর প্রাসাদই আপাতত তাঁদের ঠিকানা ৷

বাকিংহাম প্যালেসের এক কর্মী কোরোনা আক্রান্ত হওয়ায় ছড়িয়েছে আতঙ্ক ৷ রানি যাতে এই ভাইরাসে আক্রান্ত না হন, তার জন্য তড়িঘড়ি স্বামী ফিলিপ-সহ রানিকে উইন্ডসর প্রাসাদে স্থানান্তরিত করা হয়েছে ৷

সূত্র অনুযায়ী, এলিজ়াবেথ বাকিংহাম প্রাসাদে থাকাকালীনই ওই কর্মচারী কোরোনা ভাইরাসে আক্রান্ত হন ৷ তিনি রানির সংস্পর্শে এসেছিলেন কি না তা জানা না গেলেও, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যেসকল ব্যক্তি এসেছিলেন তাঁদের সকলকে বাড়িতে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷

বাকিংহাম প্যালেসের তরফ থেকে কোরোনা সংক্রমিত ব্যক্তি বা রানির স্থানান্তকরণ নিয়ে কোনও বক্তব্য না রাখলেও কোরোনা রুখতে প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে ৷ শনিবার অবধি ইংল্যান্ডে 233 জন মারা গিয়েছেন ৷

বাকিংহাম প্যালেসের মুখপাত্র বলেন, ‘‘আমরা কোনও ব্যক্তি বা কর্মচারীর সম্পর্কে কিছু বলতে চাই না ৷ নির্দেশ অনুযায়ী আমরা প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করেছি আমাদের সমস্ত কর্মচারী ও প্যালেসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুরক্ষার জন্য ৷’’

সূত্র অনুযায়ী, আসন্ন দিনে দেশবাসীর মনোবল বাড়ানোর জন্য রানি লাইভ টেলিভিশন ব্রডকাস্টে অংশ নিতে পারেন ৷ আগের সপ্তাহেই রানি এলিজা়বেথ একটি বিবৃতি জারি করেন দেশবাসীর উদ্দেশে ৷

তিনি ওই বিবৃতিতে বলেন, ‘‘আমাদের নতুন কোনও পদ্ধতি খুঁজে বের করতে হবে একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখার জন্য ৷ আমরা এই লড়াইয়ে অবশ্যই জয়ী হব ৷’’ তিনি এই পরিস্থিতিতে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘বিজ্ঞানী, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য জরুরি পরিষেবা দানকারীদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই কঠিন পরিস্থিতিতে কাজ করার জন্য ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.