Pope Francis Meets Ukrainian Children : ইউক্রেনে জখম শিশুর কপালে ব্যান্ডেজ ছুঁলেন পোপ ফ্রান্সিস

author img

By

Published : Mar 20, 2022, 10:44 AM IST

Pope meets Ukrainian children refugees

তিনি পোপ ফ্রান্সিস ৷ শান্তি কামনাই তাঁর ধর্ম ৷ ছুটে গেলেন ইউক্রেন থেকে পালিয়ে আসা শিশুদের কাছে (Pope Francis Meets Ukrainian Children) ৷

রোম, 20 মার্চ : ওদের কারও মাথায় ব্যান্ডেজ, কারও বা গায়ে বিভিন্ন জায়গায় ৷ কেউবা সংকটজনক অবস্থায় দিন গুনছে ৷ এমন সব বাচ্চাদের সঙ্গে দেখা করলেন তিনি ৷ শনিবার হঠাৎ ইতালির রোমে একটি হাসপাতালে যান পোপ ফ্রান্সিস ৷ সেখানে ইউক্রেন থেকে কোনও রকমে প্রাণ নিয়ে পালিয়ে আসা শরণার্থী বাচ্চাদের চিকিৎসা চলছে ৷ তাদের সঙ্গে দেখা করলেন পোপ (Pope Francis meets Ukrainian children refugees in Rome hospital) ৷

এমনই একটি ছবি প্রকাশ করেছে ভ্যাটিকান ৷ সেখানে দেখা যাচ্ছে, পোপ একটি বাচ্চা মেয়ের কপালে হাত রেখে তাকে আশীর্বাদ করছেন ৷ তাঁর স্পর্শে বাচ্চাটির যন্ত্রণার উপশমের চেষ্টা করছেন ৷ মেয়েটির পুরো মাথাটাই ব্যান্ডেজে ঢাকা, গলাতেও টিউব লাগানোর ব্যবস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন : Russia Ukraine Conflict : ইউক্রেনের উপর হাইপারসনিক মিসাইল হামলা রাশিয়ার

24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানো শুরু করে ৷ আক্রমণের পর থেকে এই হাসপাতালে 50 জন ইউক্রেন থেকে আসা বাচ্চার চিকিৎসা হচ্ছে ৷ এদের মধ্যে 19 জনকে দু'টি আলাদা বিভাগে রাখা হয়েছে, জানিয়েছে ভ্যাটিকান ৷ সবাই ইউক্রেনে ঘরবাড়ি ছেড়ে রোমে আশ্রয় নিয়েছে ৷

শুক্রবার পোপ ফ্রান্সিস স্লোভাকিয়ায় একটি চার্চে বলেন, "বাচ্চাদের রক্ত এবং চোখের জল, মহিলাদের যন্ত্রণা এবং পুরুষরা হয় তাঁদের মাটি রক্ষার লড়াই লড়ছেন অথবা বোমাবর্ষণ থেকে পালানোর চেষ্টা করছেন ৷ এগুলো আমাদের চেতনাকে ছুঁয়ে যাচ্ছে ৷"

যুদ্ধ শুরুর পর 26 ফেব্রুয়ারি পোপ ফ্রান্সিস ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলে তাঁর সমবেদনা জানান ৷ তিনি ভ্যাটিকানে রাশিয়ার দূতাবাসে গিয়ে নিজে মস্কোর রাষ্ট্রদূতের সঙ্গে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.