ETV Bharat / international

মামলার হুমকির মুখেও ইতালিকে করোনার ভ্যাকসিন দিতে প্রস্তুত ফাইজার

author img

By

Published : Jan 29, 2021, 7:21 PM IST

সোমবার ইতালির তরফে ইউরোপীয় ইউনিয়নের কাছে অভিযোগ জানান হয় ফাইজার, বায়োএনটেক ও অ্যাস্ট্রোজেনেকার বিরুদ্ধে ৷ তার পরও ইতালিকে করোনার ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চালিয়ে যেতে চায় ফাইজার ৷ ওই সংস্থার তরফে এমনটাই জানানো হয়েছে ৷

মামলার হুমকির মুখেও ইট্যালিকে কোরোনার ভ্যাকসিন দিতে প্রস্তুত ফাইজার
মামলার হুমকির মুখেও ইট্যালিকে কোরোনার ভ্যাকসিন দিতে প্রস্তুত ফাইজার

রোম, 29 জানুয়ারি : ইতালিকে করোনার ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চালিয়ে যেতে চায় ফাইজার৷ মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থার ইতালির শাখার তরফে এই কথা জানানো হয়েছে৷ ইতালির ভ্যাকসিন দিতে না পারার জন্য সেই দেশ ওই সংস্থার বিরুদ্ধে মামলা করলেও, তারা ভ্যাকসিন দেওয়ার কাজ চালিয়ে যাবে বলে ওই সংস্থার তরফে জানানো হয়েছে৷

আর এই কাজ তারা ইউরোপীয় কমিশনের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেই মোতাবেকই করবে বলে জানানো হয়েছে৷ ফাইজার ও অন্য ভ্যাকসিন উৎপাদক সংস্থাগুলির সঙ্গে চুক্তির কাজ শেষ করে ফেলেছে৷ এর পর ভ্যাকসিন তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলিকে বণ্টন করবে ৷

এদিকে ভ্যাকসিনের ডেলিভারির গতি দুই সপ্তাহে হ্রাস পেয়েছে, তাও জানানো হয়েছে ফাইজার ও তাদের অংশীদার সংস্থা জার্মানির বায়োএনটেকের তরফে৷ তবে সংস্থার তরফে জানানো হয়েছে যে এই সপ্তাহেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে৷

উল্লেখ্য, গত সোমবার ইতালির তরফে ইউরোপীয় ইউনিয়নের কাছে অভিযোগ জানানো হয় ফাইজার, বায়োএনটেক ও অ্যাস্ট্রোজেনেকার বিরুদ্ধে৷ দ্রুত ভ্যাকসিন দিচ্ছে না বলেই অভিযোগ জানানো হয়৷ এই তারা ওই সংস্থাগুলির বিরুদ্ধে মামলা করার হুমকিও দেয়৷

আরও পড়ুন : জলবায়ু পরিবর্তনে ব্যবস্থা নিতে পদক্ষেপ করল বাইডেনের আমেরিকা

ইতালি প্রথমে ফাইজার-বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন দেওয়ার ছাড়পত্র দেয়৷ এর পর মোডের্নাকেও ছাড়পত্র দেয় ওই দেশ৷ সেখানে এখনও অ্যাস্ট্রোজেনকার তৈরি কোরোনার ভ্যাকসিনের ছাড়পত্র দেওয়া হয়নি৷ ওই সংস্থা আপাতত ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.