ETV Bharat / international

Russia-Ukraine Crisis : ব্যাঙ্ক পরিষেবা থেকে খেলা, ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে রাশিয়া

author img

By

Published : Mar 1, 2022, 5:26 PM IST

from banking to sports isolation of russia increasing
Russia-Ukraine Crisis : ব্যাঙ্ক পরিষেবা থেকে খেলা, ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে রাশিয়া

গত কয়েকদিন ধরে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ শুরু করেছে (Russia Invades Ukraine) ৷ তার পর নানা নিষেধাজ্ঞা জারি হচ্ছে রাশিয়ার উপর (Sanctions on Russia) ৷

কলকাতা, 1 মার্চ : ইউক্রেনের উপর হামলা করেছে রাশিয়া (Russia Invades Ukraine) ৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) এই সিদ্ধান্তের সমালোচনা করছে ইউরোপের বহু দেশ ৷ মার্কিন যুক্তরাষ্ট্রও এই সিদ্ধান্তের বিরোধী ৷ ফলে বিভিন্ন ভাবে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানো শুরু হয়েছে ৷

শুরুতেই প্রভাব পড়েছে রাশিয়ার ব্যাঙ্কগুলির উপর ৷ ব্যাঙ্কগুলির আন্তর্জাতিক সংযোগ ক্রমশ বিছিন্ন হয়ে যাচ্ছে (from banking to sports isolation of russia increasing) ৷ খেলার ময়দান থেকেও রাশিয়াকে ব্রাত্য করা হচ্ছে ৷ উপরন্তু রাশিয়ায় তৈরি পানীয় ভদকা ক্রমশ বিদেশের বাজারে জনপ্রিয়তা হারাচ্ছে ৷ এছাড়া ইউরোপের দেশগুলির আকাশসীমা ব্যবহারে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

সারা বিশ্বের 11 হাজার ব্যাঙ্ক ও প্রতিষ্ঠানে ডলারে লেনদেনের জন্য সুফট আন্তর্জাতিক ব্যবস্থাকে ব্যবহার করা হয় ৷ সেই সুবিধা রাশিয়ার ব্যাঙ্কগুলি আর পাচ্ছে না ৷ ফলে অর্থনৈতিকভাবে রাশিয়া অনেকটাই ধাক্কা খেয়েছে ৷

অন্যদিকে রাশিয়াকে 2022 ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্ব থেকে বাতিল করা হয়েছে ৷ আন্তর্জাতিক অলিম্পিক্স সংগঠনও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ৷ একই সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক আইস হকি ফেডারেশন ও ন্যাশনাল হকি লিগও ৷

একদিকে যখন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে, অন্যদিকে তখন ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বহু দেশ ৷ সবাইকে চমকে দিয়ে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার নিজেদের বিদেশনীতি পরিবর্তন করেছে ৷ এর ফলে তারা ইউক্রেনকে অস্ত্র পাঠাতে পারছে ৷

আরও পড়ুন : ESA on Europe Russia Mars Mission : ইউক্রেন আক্রমণের ফল, স্থগিত রাশিয়ার মঙ্গল অভিযান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.