ETV Bharat / international

ল্যাব টেস্টে পাশ ভ্য়াকসিনগুলিকে ইউরোপিয়ান ইউনিয়নে স্বাগত জার্মানির

author img

By

Published : Feb 3, 2021, 9:35 PM IST

all-approved-covid-19-vaccines-welcome-in-europe-merkel
ল্যাব টেস্টে পাশ হওয়া সব কোরোনার ভ্য়াকসিনকে ইউরোপিয়ান ইউনিয়নে স্বাগত জানাল জার্মানি

অ্যাঞ্জেলা মর্কেল বলেন, সার্বিয়া সবচেয়ে দ্রুত ভ্যাকসিনেশন করছে ৷ তারা চিনা ভ্যাকসিন দিয়ে টিকাকরণ করছে ৷ আমরা আগেই জানিয়েছিলাম যে, ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিতে পাশ হওয়া ভ্যাকসিনকে আমরা স্বাগত জানাব ৷

বার্লিন, 3 ফেব্রুয়ারি : ইউরোপিয়ান ইউনিয়নের ল্য়াব পরীক্ষায় পাশ হওয়া সব সবরকম কোরোনার ভ্যাকসিনকে স্বাগত জানালেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল ৷ জার্মানের একটি টেলিভিশনের পাবলিক ব্রডকাস্ট এআরডি প্রোগ্রাম ‘ফারবে বেকেনেন’-এ একথা জানান তিনি ৷

তিনি বলেন, "সার্বিয়া সবচেয়ে দ্রুত ভ্যাকসিনেশন করছে ৷ তারা চিনা ভ্যাকসিন দিয়ে টিকাকরণ করছে ৷ আমরা আগেই জানিয়েছিলাম যে, ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিতে পাশ হওয়া ভ্যাকসিনকে আমরা স্বাগত জানাব ৷’’ তিনি আরও বলেন, ‘‘এনিয়ে আমি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছি ৷ আজকে আমরা রাশিয়ান ভ্যাকসিন সম্পর্কে ভালো তথ্য পাচ্ছি ৷’’ প্রসঙ্গত, রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি 91.6 শতাংশ কার্যকর বলে ল্যাব পরীক্ষায় জানানো হয়েছে ৷

আরও পড়ুন : মামলার হুমকির মুখেও ইতালিকে করোনার ভ্যাকসিন দিতে প্রস্তুত ফাইজার

এই মুহূর্তে জার্মানির জাতীয় টিকাকরণ ক্যাম্পেনে কোনও সমস্যা তৈরি হয়নি বলেই জানা গিয়েছে ৷ মর্কেল আরও জানান, জার্মানির বাসিন্দারা তাদের ভ্য়াকসিনেশন নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন ৷ তবে, সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতেই হবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.