ETV Bharat / international

নোবেল মঞ্চে ধুতি আর শাড়িতে অভিজিৎ-এস্থার

author img

By

Published : Dec 10, 2019, 9:46 PM IST

Updated : Dec 10, 2019, 11:57 PM IST

অর্থনীতিতে দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল প্রাইজ় নিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । তাঁর সঙ্গে এস্থার ডুফলো এবং মাইকেল ক্রেমারও অর্থনীতিতে নোবেল পুরস্কার গ্রহণ করেন ৷

nobelprize
ছবি সৌজন্য : nobelprize.org


স্টকহোম, 10 ডিসেম্বর : 14 অক্টোবর হয়েছিল ঘোষণা । সেদিন জানা গেছিল, অর্থনীতিতে দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল পাচ্ছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । আর আজ স্টকহোমে তাঁর হাতে তুলে দেওয়া হল পুরস্কার । অর্থনীতিতে আজ পুরস্কার গ্রহণ করেন এস্থার ডুফলো ও মাইকেল ক্রেমারও ।

nobelprize
পুরস্কার গ্রহণের আগে দুই নোবেলজয়ী

নোবেল পুরস্কারে ভূষিত দম্পতি অভিজিৎ-এস্থার । একেবারে সাবেকি বাঙালি পোশাকে স্টকহোমের কনসার্ট হলে পুরস্কার নিতে উপস্থিত হন দু'জন । এস্থারের পরনে নীলচে সবুজ শাড়ি ও অভিজিতের পরনে ধুতি-পাঞ্জাবি । শুধু পরনে শাড়ি নয়, কপালে টিপ এবং হাবেভাবে খাঁটি বাঙালির দেখা মিলল সুদূর ইউরোপের দেশে ।

nobelprize
পুরস্কার নিচ্ছেন এস্থার ডুফলো

আলফ্রেড নোবেলের মৃত্যুদিনে নোবেল প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন সুইডেনের রাজা । 1901 সাল থেকে চলে আসছে এই প্রথা । র‌্যান্ডমাইজ়ড কন্ট্রোল ট্রায়াল (RCT) নিয়েই মূলত গবেষণা চালিয়ে যাচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্য়ায় এবং এস্থার ডুফলো । রয়েছেন ক্রেমারও । সেই গবেষণাতেই মিলেছে সাফল্য ।

nobelprize
পুরস্কার নিচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
Sagar (Madhya Pradesh), Dec 10 (ANI): Janata Dal-United JD (U) national general secretary Pavan Varma has urged Bihar Chief Minister and party president Nitish Kumar to reconsider party's stand to the Citizenship (Amendment) Bill 2019 which was passed by Lok Sabha on Monday. While speaking to ANI, he said, "I've urged our National President Nitish Kumar to reconsider party's stand. Bill is unconstitutional, discriminatory and against spirit of secularism, unity and harmony of our country."
Last Updated : Dec 10, 2019, 11:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.