ETV Bharat / international

রাশিয়া-ইউক্রেন তিক্ততার মাঝে যুদ্ধজাহাজ নিয়ে ব্ল্যাক সির তীরে ভিড়বে ব্রিটেন

author img

By

Published : Apr 18, 2021, 4:16 PM IST

এইচএমএস কুইন এলিজাবেথ
এইচএমএস কুইন এলিজাবেথ

দু'দেশের সীমানা নিয়ে মস্কো-কিয়েভের সম্পর্কের তিক্ততা বেড়ে চলেছে ৷ এর মধ্যেই ব্ল্যাক সিতে যুদ্ধজাহাজ নিয়ে হাজির হবে ইউক্রেনের মিত্র দেশ ব্রিটেন ৷ দু'দেশের সম্পর্ককে আরও জোরদার করতেই এই পদক্ষেপ ৷ তাই রাশিয়া-ইউক্রেন সম্পর্ক নিয়ে চিন্তায় ব্রিটেন ৷

নিউ দিল্লি, 18 এপ্রিল: রাশিয়া-ইউক্রেনের সীমান্ত দ্বন্দ্ব চলছে ৷ দু'দেশের সীমানায় রাশিয়ার সেনাবাহিনীর অস্থায়ী ছাউনি তৈরি নিয়ে উত্তেজনা চরমে ৷ এর মধ্যে মে মাসে নাটো (এনএটিও)-র দুই মিত্র দেশ ইউক্রেন আর ব্রিটেন পারস্পরিক সৌভ্রাতৃত্বের সম্পর্ককে চাঙ্গা করতে ব্রিটেনের যুদ্ধজাহাজ আসবে ব্ল্যাক সিতে ৷

রিপোর্ট অনুযায়ী, মে মাসে রয়্যাল নেভির 45টি অ্যান্টিক্রাফ্ট মিসাইল, 23টি অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরের মধ্যে দিয়ে বসফরাসের পথ ধরে ব্ল্য়াক সিতে পৌঁছাবে ৷

আরও পড়ুন: ভারত যা পেয়েছে তাই নিয়ে খুশি থাকুক, বার্তা চিনের

র্যাফ এফ-35বি লাইটিং জেট আর মার্লিন সাবমেরিন হেলিকপ্টার এইচএমএস কুইন এলিজাবেথকে পথ দেখিয়ে ব্ল্যাকসি অবধি নিয়ে যাবে ৷

ব্রিটিশ মন্ত্রিসভার মুখপাত্র জানিয়েছেন, ব্রিটেনের সরকার ইউক্রেনের সঙ্গে একত্রে পুরো পরিস্থিতির উপর নজর রেখেছে আর রাশিয়াকে এই বিষয়ে কোনও বিতর্কে না-জড়ানোর কথা বলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.