ETV Bharat / international

Ram Nath Kovind Bangladesh Visit : বাংলাদেশ সফরের প্রথম দিনে হাসিনার সঙ্গে বৈঠক কোবিন্দের

author img

By

Published : Dec 15, 2021, 9:43 PM IST

তিনদিনের বাংলাদেশ সফরে বুধবার সকালে ঢাকা এসে পৌঁছলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind Bangladesh Visit) ৷ এদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হয় তাঁর (Sheikh Hasina meets Ram Nath Kovind in Dhaka) ৷ কথা হয় বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে ৷

ram nath kovind meets sheikh hasina during his bangladesh visit
Ram Nath Kovind Bangladesh Visit : বাংলাদেশ সফরের প্রথম দিনেই হাসিনার সঙ্গে বৈঠক কোবিন্দের

ঢাকা, 15 ডিসেম্বর : ঢাকায় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina meets Ram Nath Kovind in Dhaka) ৷ সূত্রের খবর, বুধবার তাঁদের দু’জনের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয় ৷ ভারতের রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার পর এটাই কোবিন্দের প্রথম বাংলাদেশ সফর ৷ তিনদিনের সফরে এদিন সকালেই ঢাকা এসে পৌঁছন তিনি (President Ram Nath Kovind in Dhaka) ৷ উল্লেখ্য, মুক্তিযুদ্ধে জয়লাভের 50 বছর পূর্তি উপলক্ষে এবছর বিশেষ কিছু অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সরকার ৷ তাতে যোগ দিতেই ভারতের সাংবিধানিক প্রধানের এই সফর (Ram Nath Kovind Bangladesh Visit) ৷

আরও পড়ুন : Harsh Vardhan Shringla meeting with Sheikh Hasina : রাষ্ট্রপতির সফরের আগে হাসিনার সঙ্গে বৈঠকে ভারতের বিদেশ সচিব

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বাংলাদেশের বিদেশ মন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ভারতের রাষ্ট্রপতি (Ram Nath Kovind meets Bangladesh Foreign Minister Dr A.K. Abdul Momen) ৷ তাঁদের দু’জনের মধ্যেই বন্ধু দুই প্রতিবেশী রাষ্ট্রের একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয় ৷

  • Prime Minister Sheikh Hasina of Bangladesh called on President Ram Nath Kovind in Dhaka. Both leaders discussed several issues of mutual interest and bilateral cooperation between India and Bangladesh. pic.twitter.com/SmT915vPFU

    — President of India (@rashtrapatibhvn) December 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি কোবিন্দকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ (President Mohammad Abdul Hamid) ও তাঁর স্ত্রী রশিদা খানম (Rashida Khanam) ৷ এছাড়া, দেশের একাধিক মন্ত্রী এবং সেনাবাহিনীর শীর্ষস্থানীয় আধিকারিকরাও পৌঁছে গিয়েছিলেন বিমানবন্দরে ৷ বাংলাদেশের সেনাবাহিনী, বায়ুসেনা ও নৌসেনার তরফে রাষ্ট্রপতি কোবিন্দকে গার্ড অফ অনারও দেওয়া হয় ৷

  • FM Dr. Momen called on the Hon’ble President of India @rashtrapatibhvn and discussed bilateral issues. The dignitaries reiterated their wish to further consolidate the existing friendly ties between the two countries. Among others, SM @MdShahriarAlam and FS MB Momen were present. pic.twitter.com/PWl5FieMkO

    — Ministry of Foreign Affairs, Bangladesh (@BDMOFA) December 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Narendra Modi Tweets on Maitri Diwas : মৈত্রী দিবসে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা মোদির

প্রসঙ্গত, কোভিড অতিমারি শুরু হওয়ার পর এটাই রাষ্ট্রপতি কোবিন্দের প্রথম বিদেশ সফর ৷ স্বাধীনতার 50 বছর পূর্তিতে তাঁকেই সাম্মানিক অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ৷ অন্যদিকে, এই একই কারণে ভারতেও বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ ভারত-বাংলাদেশের বন্ধুত্বের প্রমাণ হিসাবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ তাছাড়া, সম্প্রতি একসঙ্গে ‘মৈত্রী দিবস’ও পালন করেছে এই দুই দেশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.