ETV Bharat / international

লাদেনের থেকে টাকা নিয়েছিলেন নওয়াজ, দাবি পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূতের

author img

By

Published : Jan 31, 2021, 9:48 PM IST

কয়েকদিন আগেই তহেরিক-ই-ইনসাফের জাতীয় সংসদের সদস্য ফারুক হাবিব অভিযোগ করেন, নওয়াজ শরিফ প্রথম পাকিস্তানে বেআইনি বিদেশি তহবিল গঠন করেছিলেন ৷ নওয়াজ শরিফ বেনজির ভুট্টোর সরকার ফেলতে ওসামা বিন লাদেনের কাছ থেকে 10 মিলিয় মার্কিন ডলার নিয়েছিলেন বলে অভিযোগ করেন ফারুক হাবিব ৷ আর সেই প্রেক্ষিতেই শরিফের প্রাক্তন মন্ত্রিসভার সদস্য ৷

osama-bin-laden-supported-funded-nawaz-sharif-ex-pak-envoy
ওসামা বিন লাদেনের থেকে টাকা নিয়েছিলেন নওয়াজ শরিফ, বললেন প্রাক্তন পাক রাষ্ট্রদূত

ইসলামাবাদ (পাকিস্তান), 31 জানুয়ারি : বেআইনি বিদেশি তহবিল নিয়ে সরগরম পাকিস্তানের রাজনীতি ৷ এবার পিএমএলএন প্রধান নওয়াজ শরিফের বিরুদ্ধে ওসামা বিন লাদেনের কাছ থেকে আর্থিক সাহায্য় পেয়েছিলেন ৷ এমনটাই জানালেন নওয়াজের এক সময়ের মন্ত্রিসভার সদস্য তথা অ্যামেরিকায় পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত আবিদা হুসেন ৷

প্রসঙ্গত, কয়েকদিন আগেই তহেরিক-ই-ইনসাফের জাতীয় সংসদের সদস্য ফারুক হাবিব অভিযোগ করেন, নওয়াজ শরিফ প্রথম পাকিস্তানে বেআইনি বিদেশি তহবিল গঠন করেছিলেন ৷ নওয়াজ শরিফ বেনজির ভুট্টোর সরকার ফেলতে ওসামা বিন লাদেনের কাছ থেকে 10 মিলিয় মার্কিন ডলার নিয়েছিলেন বলে অভিযোগ করেন ফারুক হাবিব ৷ আর সেই প্রেক্ষিতেই শরিফের প্রাক্তন মন্ত্রিসভার সদস্য ৷ নওয়াজ শরিফ টানা তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন এরপরে ৷ তিনি আরও অভিযোগ করেছিলেন, সে সময় প্রধানমন্ত্রী পদে বহাল থাকতে প্রতিবার লাদেনের থেকে টাকা নিতেন নওয়াজ শরিফ ৷

আরও পড়ুন : ‘‘ইমরান একজন অপরাধী’’, বিদেশি তহবিল নিয়ে খোঁচা নওয়াজ়ের

তবে, বারবার টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আবিদা হুসেন ৷ তিনি বলেন, মাত্র একবারই নওয়াজ শরিফ লাদেনের থেকে টাকা নিয়েছিলেন ৷ সেই সময় লাদেন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ছিলেন না ৷ প্রসঙ্গত, ইমরান খানের তহেরিক-ই-ইনসাফের বিরুদ্ধে বিদেশি অর্থ ব্য়বহার করে ভোটে জেতার অভিযোগ উঠেছে ৷ যে ঘটনায় বর্তমানে কোণঠাসা ইমরান খান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.