ETV Bharat / international

Terror Attack : নিউজিল্যান্ডে উগ্রপন্থী হামলা, শ্রীলঙ্কার নাগরিককে গুলি করে নিকেশ করল পুলিশ

author img

By

Published : Sep 3, 2021, 4:04 PM IST

New Zealand police kill terrorist after he stabs 6 people
Terror Attack : নিউজিল্যান্ডে উগ্রপন্থী হামলা, শ্রীলঙ্কার নাগরিককে গুলি করে নিকেশ করল পুলিশ

নিউজিল্যান্ডে উগ্রপন্থী হামলা ৷ সুপার মার্কেটে ছুরি নিয়ে হামলা শ্রীলঙ্কার নাগরিকের ৷ জখম ছয় ক্রেতা ৷ হামলাকারীকে গুলি করে নিকেশ করল পুলিশ ৷ ঘটনায় দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আডার্নের ৷

ওয়েলিংটন, 3 সেপ্টেম্বর : ছ’জন ক্রেতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর হামলাকারীকে গুলি করে নিকেশ করল নিউজিল্যান্ডের পুলিশ ৷ প্রশাসনের তরফে ঘটনার সত্যতা স্বীকার করে জানানো হয়েছে, নিহত ব্যক্তি অত্যন্ত আক্রমণাত্মক ছিল ৷ তাকে গুলি না করলে বাকিদের প্রাণ সংশয় হত ৷

প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আডার্ন (Prime Minister Jacinda Ardern) অবশ্য এই হামলাকে সন্ত্রাসবাদী আক্রমণ হিসাবেই ব্যাখ্যা করেছেন ৷ তিনি জানান, নিহত ব্যক্তি শ্রীলঙ্কার নাগরিক ৷ আইএস-এর (Islamic State) ভাবধারায় অনুপ্রাণিত হয়েই সে নিউজিল্যান্ডের একটি সুপার মার্কেটে হামলা চালায় ৷ সুপার মার্কেটের ভিতরে ঢুকে ছ’জন ক্রেতাকে কুপিয়ে খুনের চেষ্টা করে ৷ তবে হামলাকারীর কথা আগে থেকেই জানত দেশের নিরাপত্তা সংস্থাগুলি ৷ তার উপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছিল ৷ কিন্তু আইন মাফিক তাকে জেলে বন্দি করে রাখার কোনও উপায় ছিল না ৷ যে ছ’জনকে সে ছুরি দিয়ে কুপিয়েছে, তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তিনি ৷

আরও পড়ুন : Taliban : দখলদার মুক্ত আফগানিস্তান, মার্কিন সেনা কাবুল ছাড়তেই ঘোষণা তালিবানের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলার ঘটনাটি ঘটেছে অকল্যান্ডের একটি সুপার মার্কেটে ৷ শুক্রবার দুপুর দু’টো চল্লিশ মিনিট নাগাদ ৷ জ্যাসিন্ডা জানিয়েছেন, যেহেতু হামলাকারীকে সর্বদা নজরে রাখা হচ্ছিল, তাই ঘটনাস্থলে পুলিশের একটি নজরদারি দল এবং বিশেষ কৌশলী বাহিনীর সদস্যরা আগে থেকেই উপস্থিত ছিলেন ৷ হামলার এক মিনিটের মধ্যেই ওই ব্যক্তিকে গুলি করেন তাঁরা ৷ না হলে ক্ষয়ক্ষতি আরও বাড়ত ৷

এলাকার পুলিশ কমিশনার অ্যান্ড্রু কোস্টার এই ঘটনা প্রসঙ্গে জানান, নিহত ব্যক্তির উপর দীর্ঘদিন ধরেই নজর রাখা হচ্ছিল ৷ কারণ, যে ভাবধারাকে সে আদর্শ মেনে চলছিল, তা যথেষ্ট চিন্তার বিষয় ৷ এদিন ওই ব্যক্তির বাড়ি থেকেই তাকে অনুসরণ করা হচ্ছিল ৷ সুপার মার্কেট পর্যন্ত তার পিছনেই ছিল পুলিশ ৷ অন্যান্য দিনের মতোই সুপার মার্কেটের ভিতরে ঢুকে পড়ে ওই ব্যক্তি ৷ সঙ্গে একটা ছুরি রেখেছিল সে ৷ সুপার মার্কেটের ভিতর বাকিদের উপর হামলা শুরু করতেই তার উপর ঝাঁপিয়ে পড়েন পুলিশ কর্মীরা ৷ সকলের নিরাপত্তার স্বার্থেই ওই ব্যক্তিকে গুলি করা হয় ৷

সুপার মার্কেটের ভিতরে থাকা এক ব্যক্তি গোটা ঘটনা মোবাইলে ভিডিয়ো রেকর্ড করেন ৷ তাতে পরপর 10 রাউন্ড গুলির শব্দ শোনা গিয়েছে ৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, আইন মাফিক এখনই এই বিষয়ে বিস্তারিতভাবে সবকিছু বলা সম্ভব নয় ৷ তবে শীঘ্রই দেশবাসীর সামনে গোটা ঘটনা প্রকাশ্যে আনা হবে বলে তিনি আশাবাদী ৷

আরও পড়ুন : China on Afghanistan: বিশৃঙ্খলভাবে বিদেশি সেনা প্রত্যাহারের জন্য অশান্ত আফগানিস্তান, রাষ্ট্রসংঘে বলল চিন

এদিকে, হামলার পর সুপার মার্কেটের ভিতরেই রক্তাক্ত অবস্থা লুটিয়ে পড়েন আক্রান্তরা ৷ তাঁদের সাহায্য করতে এগিয়ে আসেন বাকি ক্রেতারা ৷ রক্ত বন্ধ করার জন্য কেউ এগিয়ে দেন তোয়ালে, কেউ বা ডায়পার ৷ এই সাহায্যকারীদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ একইসঙ্গে তিনি জানান, ঘটনার সময় সেখানে উপস্থিত মানুষজন যে কোন মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন, তা তিনি অনুভব করতে পারছেন ৷ প্রসঙ্গত, করোনার সংক্রমণ ঠেকাতে আপাতত কঠোর লকডাউন চলছে অকল্যান্ড শহরে ৷ কেবলমাত্র নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও ওষুধপত্র কেনার জন্য বাড়ির বাইরে বেরোনোর অনুমতি রয়েছে বাসিন্দাদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.