ETV Bharat / international

অ্যামেরিকায় আক্রান্তের সংখ্যা দিনে এক লাখে পৌঁছাতে পারে, বলছেন বিশেষজ্ঞরা

author img

By

Published : Jul 1, 2020, 2:12 PM IST

ফউসি
ফউসি

অনেকেই পরছেন না মাস্ক, মানছেন না সামাজিক দূরত্ব । এই পরিস্থিতিতে অ্যামেরিকায় প্রতিদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে এক লাখ ।

ওয়াশিংটন, 1 জুলাই : প্রতিদিন 40 হাজার করে বাড়ছে অ্যামেরিকায় কোরোনা আক্রান্তের সংখ্যা । নিয়ম না মানলে যা প্রতিদিন দ্বিগুণ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করলেন অ্যামেরিকার বিশিষ্ট চিকিৎসক ও ইমিউনোলজিস্ট ডা. অ্যান্টনি স্টিফেন ফউসি । তাঁর পরামর্শ, বিভিন্ন বিধি-নিষেধ মানতে হবে । পড়তে হবে মাস্ক । নাহলে দিনে এক লাখ করে মানুষ কোরোনা আক্রান্ত হতে পারে ।

অ্যামেরিকায় দক্ষিণ ও পশ্চিম প্রদেশে বেশি মাত্রায় কোরোনা সংক্রমণ দেখা যাচ্ছে । যার জেরে এই এলাকাগুলি এখন পর্যন্ত সম্পূর্ণ লকডাউন । 12 টি প্রদেশে রোগীদের হাসপাতালে ভরতির সংখ্যা বেড়েছে । ফ্লোরিডার মিয়ামি-দাদে এই সংখ্যাটা সবচেয়ে বেশি । এখানে ICU-তে ভরতি রোগীর সংখ্যাও অ্যামেরিকার মধ্যে সর্বাধিক । যে সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

গতকাল ফউসি বলেন, "আমি খুবই চিন্তিত । যা চলছে তা একেবারেই বিপরীতে । ভুল পথে চলছে । আক্রান্তের সংখ্যাই বলে দিচ্ছে সেটা । আমরা একেবারেই নিয়ন্ত্রণের কাছাকাছি নেই ।" তবে, মোট কত শতাংশ মৃত্যু হতে পারে সে ব্যাপারে নিশ্চিত করেননি তিনি । শুধু বলেছেন, "এই সংখ্যাটা খুব বিরক্তকর হবে । সেটা আমি বলতে পারি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.