ETV Bharat / international

COVID-19 : বিশ্বব্যাপী সংঘর্ষবিরতির আবেদন রাষ্ট্রসংঘের মহাসচিবের

author img

By

Published : Mar 24, 2020, 10:51 AM IST

"ভাইরাসের প্রকোপ প্রমাণ করে দিল যুদ্ধ আসলে একটা নির্বুদ্ধিতা ৷ এই কারণেই পৃথিবীর প্রতিটি কোণায় আজ আমি অবিলম্বে বিশ্বব্যাপী সংঘর্ষবিরতির জন্য আবেদন করছি ৷" বক্তব্য পেশ করতে গিয়ে এমনই মন্তব্য করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ৷

অ্যানটনিয়ো গুতেরেস
অ্যানটনিয়ো গুতেরেস

নিউইয়র্ক, 24 মার্চ : বিশ্বজুড়ে কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে চলেছে ৷ এই মারণ রোগ থেকে রক্ষা পেতে অবিলম্বে বিশ্বব্যাপী যুদ্ধবিরতির জন্য আবেদন জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ৷

"ভাইরাসের প্রকোপ প্রমাণ করে দিল যুদ্ধ আসলে একটা নির্বুদ্ধিতা ৷" কোনও দেশের নাম না করে নিউইয়র্কের রাষ্ট্রসংঘের হেড কোয়ার্টার্সে বক্তব্য পেশ করতে গিয়ে এমনই মন্তব্য করলেন মহাসচিব ৷ সঙ্গে বললেন, "এই কারণেই পৃথিবীর প্রতিটি কোণে আজ আমি অবিলম্বে বিশ্বব্যাপী সংঘর্ষবিরতির জন্য আবেদন করছি ৷"

এই ভয়াবহ পরিস্থিতিতে একসঙ্গে লড়াই করার সময় এসেছে বলেই মনে করছেন গুতেরেস ৷ বলেন, "এই সময়ে সশস্ত্র যুদ্ধকে লকডাউনে রেখে জীবনের জন্য সত্যিকারের লড়াইয়ে একসঙ্গে ফোকাস করা উচিত ৷ বন্দুককে চুপ করান ৷ কামান থামান ৷ বিমান হামলা শেষ করুন ৷ যুদ্ধের অসুখ বন্ধ করুন ৷ আমাদের বিশ্বে ছড়িয়ে পড়া রোগের বিরুদ্ধে লড়াই করুন ৷ সব জায়গায় যুদ্ধ থামলেই এটা শুরু হবে ৷ সারা বিশ্বে যুদ্ধ চলতে থাকলে এই মারণ রোগও ছড়াতে থাকবে ৷"

বক্তব্য শেষে তিনি জানান, বিভিন্ন শরণার্থী শিবিরে যাতে এই ভাইরাস ছড়িয়ে না পড়ে সে বিষয়ে কাজ করছে রাষ্ট্রসংঘের হাই কমিশনার ফর রিফিউজিজ় ও দা ইন্টারন্যাশনাল অর্গানাইজ়েশন ফর মাইগ্রেশন ৷ বিশ্বব্যাপী রাষ্ট্র সংঘের এই পরিকল্পনার জন্য 200 কোটি টাকার প্রয়োজন রয়েছে ৷ এই বিষয়ে G-20 নেতৃত্বস্থানীয় সরকারগুলির কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.