ETV Bharat / international

Joe Biden on Covid-19 : করোনায় মৃত্যুমিছিল কমলেও ডেল্টা প্রজাতি থেকে সতর্ক থাকার বার্তা মার্কিন প্রেসিডেন্টের

author img

By

Published : Jul 21, 2021, 3:25 PM IST

President Joe Biden advice people to stay vigilant about Delta variant of Covid-19
Joe Biden on Covid-19 : করোনায় মৃত্যুমিছিল কমলেও ডেল্টা প্রজাতি থেকে সতর্ক থাকার বার্তা মার্কিন প্রেসিডেন্টের

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা নাটকীয়ভাবে কমেছে ৷ সার্বিক টিকাকরণের ফলেই এটা সম্ভব হয়েছে ৷ মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তাঁর বার্তা, মৃত্য়ুমিছিল কমলেও সক্রিয়তা বাড়িয়েছে করোনার ডেল্টা প্রজাতি ৷ তাই দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ৷

ওয়াশিংটন, 21 জুলাই : মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্য়ুর হার কমলেও দেশবাসীকে সতর্ক থাকতে হবে ৷ বার্তা প্রেসিডেন্ট জো বাইডেনের (President Joe Biden) ৷ তাঁর সাফ কথা, টিকাকরণের জন্যই আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্য়ু ঘটনায় রাশ টানা সম্ভব হয়েছে ৷ কিন্তু, একইসঙ্গে দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনার ডেল্টা প্রজাতি (Delta variant) ৷ তার প্রকোপ থেকে বাঁচতে হলে মার্কিনিদের সতর্ক থাকতেই হবে বলে মনে করেন প্রেসিডেন্ট বাইডেন ৷

বাইডেনের বক্তব্য, টিকাকরণ শুরু হওয়ার আগেই আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয় ৷ কিন্তু টিকাকরণের পরই ছবিটা বদলাতে শুরু করে ৷ এই কারণেই সকল দেশবাসীকে করোনার টিকা নেওয়ার পরামর্শ দেন বাইডেন ৷ বোঝান টিকাকরণের প্রয়োজনীয়তা ৷

আরও পড়ুন : 150 দিনে 30 কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে আমেরিকাবাসীকে, জানালেন বাইডেন

কোভিড ভাইরাসের ডেল্টা প্রজাতিটি অন্যান্য প্রজাতির তুলনায় অনেক বেশি সংক্রামক ও ক্ষতিকারক বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ গত বছরের ডিসেম্বর মাসে ভারতে প্রথম করোনার এই প্রজাতির সন্ধান মেলে ৷ পরবর্তীতে তা দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে ৷ বহু মার্কিন নাগরিকও করোনার এই নতুন স্ট্রেইন দ্বারা আক্রান্ত হন ৷ এমনকী, পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি, কানসাস এবং আইওয়ার মতো প্রদেশগুলিতে করোনা আক্রান্তদের মধ্যে 80 শতাংশের শরীরেই ডেল্টা প্রজাতির সন্ধান মেলে ৷ যা চিন্তা বাড়িয়েছে বিশেষজ্ঞদের ৷ আর সেই কারণেই দেশবাসীকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন ৷

সম্প্রতি মার্কিন রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধক সংস্থা (Centres for Disease Control and Prevention) সিডিসি-র তরফে জানানো হয়, গোটা দেশে নতুন করে যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে 51.7 শতাংশই ডেল্টা প্রজাতির শিকার ৷ বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী দিনে আমেরিকায় করোনার এই প্রজাতিই সবথেকে বেশি ভয়াবহ হয়ে উঠবে ৷

মঙ্গলবারই তাঁর প্রেসিডেন্ট পদে ছ’মাস পূর্ণ করেন জো বাইডেন ৷ সেই উপলক্ষে একটি ক্যাবিনেট বৈঠক করেন তিনি ৷ সেখানেই বাইডেন বলেন, গত ছ’মাসে কোভিডের কারণে মৃত্যুর হার নাটকীয়ভাবে কমে গিয়েছে ৷ সার্বিক টিকাকরণের ফলেই এমনটা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি ৷ বাইডেনের দাবি, গত ছ’মাসে করোনায় আক্রান্ত হয়ে মৃত্য়ুর হার অন্তত 90 শতাংশ কমে গিয়েছে ৷ এই প্রসঙ্গে তথ্য পেশের সময়েই সকলকে সচেতনতা থাকার বার্তা দেন তিনি ৷

আরও পড়ুন : কোভিড-19-এর উৎস নিয়ে চিনকে আরও স্বচ্ছ হওয়ার বার্তা বাইডেনের

বাইডেন বলেন, ‘‘আমাদের এখনও সতর্ক থাকতে হবে ৷ বিশেষ করে ডেল্টা প্রজাতি যখন সক্রিয় রয়েছে, তখন সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি ৷ যখন দেশের কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছিল, তখনও টিকাকরণ শুরু হয়নি ৷ যাঁদের মৃত্যু হয়েছিল বা যাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, তাঁদের টিকা নেওয়া ছিল না ৷’’

বাইডেন জানিয়েছেন, এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় টিকাকরণকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে তাঁর সরকার ৷ সকলকে টিকাকরণের আওতায় আনার পাশাপাশি টিকাকরণ নিয়ে অপপ্রচার বা জনমানসে তৈরি হওয়া আশঙ্কাও দূর করতে চাইছে বাইডেন প্রশাসন ৷ সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় করোনার টিকাকরণ নিয়ে নানা নেতিবাচক প্রচার শুরু হয়েছে ৷ মার্কিন প্রশাসন চাইছে, এই ধরনে ঘটনা বন্ধ হোক ৷ মানুষও সচেতন হোন ৷ এই কাজে যুব সম্প্রদায়কে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ যাতে তাঁরা স্বতঃপ্রণোদিত হয়ে টিকা নিতে এগিয়ে আসেন এবং অন্যকেও টিকা নিতে উৎসাহ দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.