ETV Bharat / international

12 থেকে 15 বছর বয়সীদের ফাইজ়ারের টিকা দেওয়ার অনুমতি দিল আমেরিকা

author img

By

Published : May 11, 2021, 11:04 AM IST

স্কুল শুরু হওয়ার আগে যাতে শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ 12 থেকে 15 বছরের কিশোর কিশোরীদের এই টিকা দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছে আমেরিকাবাসী ৷

ফাইজ়ার
ফাইজ়ার

ওয়াশিংটন, 11 মে : 12 থেকে 15 বছর বয়সীদের ফাইজ়ারের করোনা টিকা দেওয়ার অনুমতি দিল আমেরিকা ৷ এর আগে আমেরিকার 16 বা তার বেশি বয়সীদের ফাইজ়ার টিকা দেওয়া হয়েছিল ৷ এবার 12 থেকে 15 বয়সীদেরও টিকা দেওয়া হবে ৷ খুব তাড়াতাড়ি ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে ৷

মূলত, করোনা ভ্যাকসিন প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত হয়েছে । এদিকে, ফাইজ়ারের ভ্যাকসিন 16 বছরের কিশোরদের উপর একাধিক দেশে ব্যবহার করা হচ্ছে ৷ কানাডা সম্প্রতি 12 এবং তার বেশি বয়সীদের মধ্যে টিকা সম্প্রসারণে প্রথম স্থান লাভ করেছে । আমেরিকার প্রশাসনের কাছে 12 থেকে 15 বছরের কিশোর-কিশোরীদের করোনা টিকা দেওয়ার বিষয়ে অনুমতি চেয়ে আবেদন করেছিল ফাইজ়ার । এই সপ্তাহে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছিল আমেরিকা প্রশাসন ৷

বর্তমানে আমেরিকায় ফাইজ়ারের টিকা দেওয়ার অনুমতি রয়েছে 16 বছর বা তার বেশি বয়সের মানুষদের । সম্প্রতি 12 থেকে 15 বছর বয়সী যাদের কোনও করোনা কেস নেই এরকম 2 হাজার 260 জনের শরীরে পরীক্ষামূলক ভাবে ফাইজ়ারের টিকা প্রয়োগ করা হয় । ফলাফলে ফাইজ়ার ঘোষণা করে, এই 12 থেকে 15 বছরের কিশোর-কিশোরীদের শরীরে কার্যকর হচ্ছে করোনা টিকা ৷

আরও পড়ুন, ভারতের বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি "দুশ্চিন্তাজনক", জানালেন হু-র বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন

প্রাপ্তবয়স্কদের মতো এই কিশোর-কিশোরীদের শরীরেও সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৷ যেমন জ্বর, ব্যথা, ঠাণ্ডা লাগা ইত্যাদি ৷ সাধারণত দ্বিতীয় ডোজ়ের পরেই এটা হয়ে থাকে ৷ অন্যদিকে, শিশুদের শরীরে টিকা কতটা কার্যকর, সেই বিষয়ে পরীক্ষা চালাচ্ছে জনসন অ্যান্ড জনসনও ।

12 থেকে 15 বছরের কিশোর কিশোরীদের এই টিকা দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছে আমেরিকাবাসী ৷ স্কুল শুরু হওয়ার আগে যাতে শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.