ETV Bharat / international

হার্ভার্ড, এমআইটি গবেষকদের তৈরি মাস্ক-সেন্সর শনাক্ত করবে করোনা ভাইরাস

author img

By

Published : Jul 1, 2021, 10:17 PM IST

সেন্সর-সহ বিশেষ এক ধরনের মাস্ক আবিষ্কার করেছেন ম্য়াসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT) এবং হার্ভার্ড বিশ্ববিদ্য়ালয়ের (Harvard University) গবেষকরা ৷ যা মাত্র 90 মিনিটের মধ্যেই জানিয়ে দেবে মাস্ক পরে থাকা মানুষটি আদৌ করোনা ভাইরাসে (SARS-CoV-2) আক্রান্ত হয়েছেন কি না ৷

Novel face mask developed by MIT, Harvard can detect COVID-19 infection
মিট, হার্ভার্ডের গবেষকদের তৈরি মাস্ক-সেন্সর শনাক্ত করবে করোনার ভাইরাস

বস্টন, 1 জুলাই : ম্য়াসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT) এবং হার্ভার্ড বিশ্ববিদ্য়ালয়ের (Harvard University) গবেষকরা এমন একটি উন্নত মাস্ক তৈরি করেছেন, যা মাত্র 90 মিনিটের মধ্যেই জানিয়ে দেবে মাস্ক পরে থাকা মানুষটি আদৌ করোনা ভাইরাসে (SARS-CoV-2) আক্রান্ত হয়েছেন কি না ৷ সম্প্রতি নেচার বায়োটেকনোলজি (Nature Biotechnology) নামক পত্রিকায় তাঁদের আবিষ্কারের খবর প্রকাশিত হয় ৷ তাতে ওই মাস্কের নকশা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে ৷

পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে দাবি করা হয়েছে, বিশেষ ধরনের এই মাস্কে একটি খুব ছোট এবং একবার ব্য়বহারযোগ্য সেন্সর রয়েছে ৷ যা সহজেই অন্য যে কোনও মাস্কের সঙ্গে আটকে নেওয়া যেতে পারে এবং সেটি করোনা-সহ অন্যান্য় ভাইরাসকেও শনাক্ত করতে পারে ৷

আরও পড়ুন : ভ্যাকসিন নেওয়ার পরও করোনা আক্রান্ত হওয়ার ফল কী, সামনে এল সমীক্ষা রিপোর্ট

গবেষকদের দাবি, তাঁদের তৈরি এই সেন্সরটি শুধুমাত্র মাস্কের সঙ্গেই নয়, বরং বিভিন্ন ধরনের পোশাক, যেমন গবেষণাগারে ব্যবহৃত কোটের সঙ্গেও আটকে ব্যবহার যেতে পারে ৷ এর ফলে এই সেন্সর বা বিশেষ মাস্কটির মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যের উপরও নিয়মিত নজর রাখা সম্ভব হবে ৷ তাঁদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হলে দ্রুত তা চিহ্নিত করে তাঁদের বাকিদের থেকে আলাদা করে দেওয়া এবং সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা সম্ভব হবে ৷

ম্য়াসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজির (Massachusetts Institute of Technology) অধ্যাপক তথা সংশ্লিষ্ট গবেষকদলের সদস্য জেমস কলিন্স তাঁদের আবিষ্কার প্রসঙ্গে বলতে গিয়ে জানান, ‘‘প্রচুর পরিমাণে সিন্থেটিক বায়োলজি সেন্সরকে আমরা ঠান্ডায় জমিয়ে বা শুষ্ক করে রাখতে পারি ৷ তা আমরা ইতিমধ্যেই করে দেখিয়েছি ৷ এই সেন্সরগুলি সহজেই ভাইরাস এবং ব্য়াকটেরিয়ার নিউক্লিক অ্য়াসিডকে চিহ্নিত করতে পারে ৷ এছাড়া, যেকোনও ধরনের বিষাক্ত রাসায়নিককে (নার্ভ টক্সিন-সহ) এই সেন্সরের মাধ্যমে চিহ্নিত করা সম্ভব ৷’’

অধ্য়াপক জেমসের আশা, আগামী দিনে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে এই ধরনের সেন্সর-সহ মাস্ক ব্যবহার করা হবে ৷ সেক্ষেত্রে তাঁদের আবিষ্কার যে অতিমারি আবহে এক নতুন দিশা দেখিয়েছে, তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন : কোভিশিল্ড ও ফাইজারের সম্মিলিত ডোজ কোভিড রুখতে বেশি কার্যকরী : রিপোর্ট

জেমস জানিয়েছেন, মাস্ক ব্য়বহারকারী নিজেই এই সেন্সরটি চালু করে নিতে পারবেন ৷ যখন তাঁর প্রয়োজন হবে, তখনই তিনি এই সেন্সরটি ব্য়বহার করতে পারবেন ৷ এবং পরীক্ষার পর তার ফল শুধুমাত্র এর ভিতরের অংশেই দেখা যাবে ৷ মাস্ক ব্য়বহারকারীর ব্য়ক্তি নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা বলে জানিয়েছেন জেমস ৷

গবেষকরা জানিয়েছেন, 2020 সালের প্রথমের দিকেই পোশাকের সঙ্গে পরার মতো সেন্সর (wearable sensors) তৈরির কাজ শেষ করে ফেলেছিলেন তাঁরা ৷ ইতিমধ্যে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস ৷ আর তারপরই এই ধরনের সেন্সর ব্যবহার করে ভাইরাসকে চিহ্নিত করার গবেষণা শুরু করেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.